বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১১

ইরানে হামলা হলে ইসরাইলের পরমাণুকেন্দ্রসহ পুরো ইসরাইল ধ্বংস হবে: ইরানি কমান্ডার


ইরানের শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাজায়েরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ইরানে হামলা চালালে ইতিহাসের পাতা থেকে ইসরাইলের নাম চীরতরে মুছে যাবে। ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের সংস্কৃতি ও প্রচার বিভাগের সচিব ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাজায়েরি আরবীভাষী স্যাটেলাইট টেলিভিশন আলআলমকে দেয়া এক সাক্ষাৎকারে এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ইসরাইল এটা ভালো করেই জানে ইরানের বিরুদ্ধে তার ক্ষুদ্রতম পদক্ষেপও দখলদার এই শক্তির অস্তিত্বকে হুমকিগ্রস্ত করবে। মাসুদ জাজায়েরি আরো বলেছেন, ইসরাইলের ডিমোনা পরমাণু স্থাপনা ইরানের জন্য সবচেয়ে সহজ টার্গেট এবং তেহরানের ধ্বংস করার ক্ষমতা আরো অনেক বেশি।
এদিকে ইরানের জাতীয় সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক কমিশনের কর্মকর্তা মোস্তফা কাওয়াকাবিয়ানও একই ধরণের মন্তব্য করে বলেছেন, ইসরাইল ইরানের ভেতরে ক্ষুদ্রতম আঘাত করার আগে দখলদার এই দেশটির অস্তিত্ব থাকবে কিনা তা ভেবে দেখতে হবে। তিনি ইরানের বিরুদ্ধে ইসরাইলের হামলার হুমকিকে প্রচারণাগত ধোঁকাবাজি হিসেবে অভিহিত করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো বিদেশী শক্তির সম্ভাব্য হামলার জবাব হবে বিধ্বংসী বা পুরোপুরি ধ্বংসাত্মক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ