ভারতে পেট্রোলের দাম কমানো হয়েছে। প্রতি লিটারে দাম কমানো হয়েছে এক রুপি ৮৫ পয়সা। এর ফলে এখন নয়াদিল্লিতে ৬৬ রুপি ৪২ পয়সায় পেট্রল কিনতে পারবে ভোক্তারা। আজ মঙ্গলবার মধ্যরাত থেকে এ দাম কার্যকর হবে।
মুম্বাইয়ে কমবে দুই রুপি ৩৪ পয়সা এবং ও কলকাতায় পেট্রলের মূল্য কমবে দুই রুপি ৩১ পয়সা।
চলতি বছরে ভারতে চারবার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। গত দুই মাসেই বেড়েছে দুইবার। গত সেপ্টেম্বরে পেট্রলের দাম বাড়ানো হয়েছিল প্রতি লিটারে তিন রুপি ১৪ পয়সা। সম্প্রতি বাড়ানো হয় এক রুপি ৮২ পয়সা।
দফায় দফায় দাম বেড়ে যাওয়ার কারণে ভারতের সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলো বিক্ষুব্ধ হয়ে উঠেছিল। সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ভারতের ক্ষমতাসীন ইউপিএ সরকার থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মততা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন