বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১১

ইরানের রাজধানী তেহরানের অভ্যন্তরে বৃটিশ জবরদখল !


ভাই, একটা খবর দেখেতো পুরা টাস্কি খাইয়া গেলাম।ইরানের রাজধানী তেহরানের অভ্যন্তরে বৃটিশরা জবরদখল করে রেখেছে কুলহাক গার্ডেন।বর্তমান সময়ে পশ্চিমাদের বিরুদ্ধে যেই দেশটি উচ্চ কন্ঠ সে হচ্ছে ইরান।আর তাদেরই দেশের রাজধানীতে বৃটিশ জবরদখলকৃত ভূখন্ড(?)
খবরে প্রকাশ-
ইরানের রাজধানী তেহরানের মেয়র মোহাম্মদ বাকের কলিবফ তেহরানস্থ কুলহাক গার্ডেন ব্রিটিশ দখলমুক্ত করতে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন। তিনি আজ তেহরান পৌর কাউন্সিলের পরিচালকদের সঙ্গে এক বৈঠকে এ ঘোষণা দেন। কলিবফ বলেছেন, তেহরানস্থ ব্রিটিশ দূতাবাস কুলহাক গার্ডেনকে অবৈধভাবে দখল করে রেখেছে এবং ওই বাগানের তিনশ'র বেশি গাছ ধ্বংস করেছে। ব্রিটিশ সরকার পরিবেশ রক্ষার কথা বললেও ওই বাগানের বহু বছরের পুরণো গাছগুলো নানা ভাবে ধ্বংস করা হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, কুলহাক বাগান ইরানের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ এবং তা ব্রিটিশদের কাছ থেকে ফিরিয়ে নেয়ার অধিকার ইরানিদের রয়েছে।
ইরান এর আগে বলেছে, কাজার আমলে তৎকালীন ব্রিটিশ কাউন্সিল তেহরানস্থ কুলহাক গার্ডেনকে জোর করে দখল করে নিয়েছিল। গার্ডেনটি ফিরিয়ে দিতে ব্রিটিশ দূতাবাসের প্রতি আহ্বান জানানো হয়েছে। ২০০৬ সালে ইরানের ১৬২ জন সংসদ সদস্যের এক চিঠির পরিপ্রেক্ষিতে কুলহাক গার্ডেনের মালিকানা নিয়ে তদন্ত হয় এবং তদন্ত রিপোর্টে বলা হয়েছে, বাগানটি ইরানের সম্পদ এবং ব্রিটিশ দূতাবাস তা দখল করে রেখেছে।
তথ্য সুত্র:-<br /> Click This Link

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ