শুক্রবার, ৪ নভেম্বর, ২০১১

অপভ্রংশ

অপভ্রংশ

ভালো লাগে, গাছে উঠি
মগডালে বসে পাতা ছিড়ে খাই।

বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইড আর
সীসায় পরিপুর্ন বাতাসে
নিঃশ্বাস নিতে কষ্ট হয়,
তাই গাছের শাখার মত নিজের দুহাত প্রসারিত করি,
শুষে নিতে চাই সব দূষিত পদার্থ,

কিন্তু ক্লোরোফিল ছাড়া কার্বন শোষণ হয় না।
আমিও গাছের মত নির্বিঘ্নে কিছু করতে পারি না,
অতি উৎসাহী সমাজ সেবকের দল
নিচে দাঁড়িয়ে খিস্তি খেউড় করে,

পুরষ্কার স্বরূপ মধ্যাঙ্গুলি দেখাই,
উৎসাহ দ্বিগুণ হয়।
বাদ্ধ্যগত ভৃত্যের মত তারা দাঁড়িয়ে থাকে
একে অপরের দ্বারা উৎসাহিত হই।

একসময় দিনের আলো ফিকে হয়ে আসে
তাদের উৎসাহে ভাটা পরে।
সুবোধ বালকের দল ফিরে যায়
আপন আলয়ে।

শিক্ষা নেয়, উপদেশ দেয়
"ব্যাতিক্রম হয়ো না, কিছু করো না
ব্যাতিক্রমকে এ সমাজ গ্রহন করে না"

তারা কারা? তারাই সমাজ,
আর আমি? সমাজের অপভ্রংশ,
ব্যাতিক্রম হয়ে ঝুলে থাকি গাছের ডালে
পুরনো সূর্যের নতুন আলোর অপেক্ষায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ