ফ্রান্সের প্যারিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এনামুল কবির বড়ই ক্লান্ত। অফিসে এবং অফিসের বাইরে যখন তখন ঘুমিয়ে পড়েন। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বা নিজ দেশের সরকার প্রধানের বক্তব্য কোনো কিছুই তার কাছে কোনো গুরুত্ব বহন করে না। তিনি শুধুই ঘুমান। ঘুমাতে ঘুমাতে পাশে বসা ব্যক্তির গায়ে এলিয়ে পড়েন। ২৫ মে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বিশেষ অবদানের জন্য প্যারিসের দোফিন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শেখ হাসিনাকে স্বর্ণপদক ও ডিপ্লোমা দেওয়া হয়। সেদিনই বিকালে সংবর্ধনা অনুষ্ঠানে দেখা যায়, রাষ্ট্রদূত মো. এনামুল কবির প্রধানমন্ত্রীর ভাষণের পুরো সময় তার আসনে বসে ঘুমাচ্ছেন। ঘুমাতে ঘুমাতে রাষ্ট্রদূত তার পাশে বসা ব্যক্তির কাঁধে এলিয়েও পড়েন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার এসএসএফ'র এক সদস্য এ সময় সরে এসে রাষ্ট্রদূতের সামনে এসে দাঁড়ান। দূতাবাসের এক কর্মকর্তার মন্তব্য, না হলে হয়তো প্রধানমন্ত্রীর মঞ্চের দিকে পড়েই যেতেন রাষ্ট্রদূত।
~কি বিচিত্র বাংলাদেশ আর কি বিচিত্র বাংলাদেশের প্রশাসনের মানুষগুলো কি দেশে কি বিদেশে।~
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন