আবারও এক ব্লগারকে গলাকেটে খুন করা হয়েছে। ফলে আবারও ভীষণভাবে নাড়া খেল মেক্সিকোর ব্লগা এবং টুইটার ব্যবহারকারীরা।
মেক্সিকোর সংবাদ মাধ্যম জানায়, বুধবার আমেরিকার টেক্সাসের সীমান্ত সংলগ্ন মাদক দ্রব্য সংক্রান্ত ভয়াবহ সহিংসতা পীড়িত মেক্সিকান শহর নিউভা লারেডো থেকে স্থানীয় পুলিশ লাশটি উদ্ধার করে। এই শহরটি মেক্সিকোর কুখ্যাত মাদকব্যবসায়ী চক্র জেটাস কার্টেলের অভয়ারণ্য বলে পরিচিত।
লাশের পাশে পাওয়া একটি হাতে লেখা চিরকূট থেকে জানা যায়, ঘটনার শিকার ব্যক্তি ‘র্যাসক্যাটরিপাস’ ছদ্মনামে ব্লগে লিখতেন। তিনি তার ব্লগপোস্টে মাদক চক্র সংক্রান্ত কিছু গোপন তথ্য নিউভা লারেডোর নিরাপত্তা সংক্রান্ত একটি ওয়েবসাইটে প্রকাশ করার কারণেই তার এই পরিণতি।
ইন্টারনেটে মাদক সংক্রান্ত তথ্য এবং প্রতিক্রিয়া জানানোর কারণে নিউভা লারেডোতে এ পর্যন্ত ৪ জনকে হত্যা করেছে মাদকচক্রের সাথে জড়িত সন্ত্রাসীরা।
সাম্প্রতিক হত্যাকাণ্ডের মতো একইভাবে গত সেপ্টেম্বর মাসে নিউভা লারেডো থেকে এক মুণ্ডুবিহীন লাশ এবং নারী-পুরুষসহ অপর দুইজনের লাশ একটি সেতু থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
তবে কীভাবে গ্যাংস্টাররা ব্লগারদের পরিচয় খুজেঁ পাচ্ছে, সেটাই প্রশ্ন।
ধারণা করা হচ্ছে, এই শহরে মাদকচক্রের নিজস্ব সংবাদদাতাদের এক বিশাল গোপন নেটওয়ার্ক আছে। এছাড়া কোনও কোনও বিশেষজ্ঞ মনে করেন মাদক ব্যবসায়ীদের কাছে ব্লগারদের ঠিকানা খুজে বের করার মতো অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে।
নিউভা লারেডো শহরসহ মেক্সিকোর অন্যান্য অংশের অনেকেই মূলধারার সংবাদ মাধ্যমের থেকে ব্লগ এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তথ্যের উপর বেশি নির্ভর করে। কারণ মূলধারার সংবাদ মাধ্যমগুলো সংগঠিত অপরাধী চক্রের ভয়ে অধিকাংশ সময় তাদের অপরাধ কর্মের সঠিক তথ্য প্রকাশ করতে চায় না।
আমাদের ব্লগেও অনেক অনুসন্ধানী ব্লগার কাজ করেন। আল্লাহ সবাইকে যেন সেইফ রাখেন সেই দোয়া করি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন