বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১১

আমার থাকা আর না থাকার ওপর পৃথিবীর কি যায় আসে।

আমার থাকা আর না থাকার ওপর পৃথিবীর কি যায় আসে। পৃথিবীর কিছুই যায় আসে না। আমি জন্মালেও কি আর মরলেও কি। তাতে পৃথিবীর কি যায় আসে। পৃথিবী পৃথিবীই থাকবে। আমি এলেও পৃথিবী থাকতো আর আমি না এলেও পৃথিবী থাকতো। আমার বাঁচা মরার ওপর পৃথিবীর কিছুই যায় আসে না। আমি যেহেতু পৃথিবীতে এসে পড়েছি তাই অনেক দুঃখ কষ্ট সইতে হচ্ছে । না এলে এগুলো সইতে হতো না। আনন্দ আর কষ্ট নিয়ে পৃথিবী । সেই পৃথিবীতে এসে পড়েছি যখন,তখন তো আনন্দ আর কষ্ট আমাকে পেতেই হবে।যতক্ষণ খাবো ততক্ষণ ভালো লাগবে। কিন্তু ক্ষিধে আর পিপাসা,আরো অনেক কিছু ফিরে ফিরে আসে।
আমি বা আমরা সবাই পৃথিবীর ওপর নির্ভরশীল। আমরা মুখে বড় বড় কথা বলি বটে,বাস্তবে পৃথিবী মুখ ফিরিয়ে নিলে আমাদের কারোর পক্ষে বাঁচা সম্ভব নয়। পৃথিবী যেমনভাবে আমাকে বাঁচিয়ে রাখছে আমি তেমনভাবে বেঁচে আছি। মানুষ ভাবে তার অনেক ক্ষমতা। আমি দেখেছি মানুষের তেমন ক্ষমতাই নেই । যে ক্ষমতা পৃথিবীর আছে । আসলে পৃথিবীই হলো ঈশ্বর । সত্যকারের ঈশ্বর ভুলে অন্যের কথা ভাবি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ