মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১১

মুক্তির পর উঠিয়ে নেওয়া হলো শীর্ষ নিউজ সম্পাদককে


 

সাপ্তাহিক শীর্ষ কাগজ ও শীর্ষ নিউজ ডটকমের সম্পাদক একরামুল হককে মুক্তির পর জেলগেট থেকে আটক করা হয়েছে। গতকাল সন্ধ্যায় ঢাকার কেন্দ্রীয় কারাগারের গেট থেকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল তাকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। এসময় সেখানে উপস্থিত সাংবাদিকরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকেও হেনস্থা করা হয়। আপিল বিভাগ একরামুল হকের জামিন বহাল রাখার পরও তাকে গ্রেপ্তার করা হলো। তার জামিন স্থগিত রাখতে গতকাল দিনের বেলায় সরকারের আবেদনে ‘ নো’ অর্ডার দেন চেম্বার বিচারপতি মো. ইমান আলী। এতে তাকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম হাইকোর্টের আদেশ স্থগিত রাখার আবেদন জানান। সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এ আবেদনের বিরোধীতা করেন। এরআগে ২৫ অক্টোবর হাইকোর্ট একরামুল হককে জামিন দিয়েছিলো। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেছিলো। রাজধানীর কলাবাগান থানায় গিয়াস উদ্দিন তালুকদার নামে এক ব্যবসায়ীর দায়ের করা চাঁদাবাজির মামলায় সম্পাদক একরামুল হককে গত ৩০ জুলাই গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বিভিন্ন সময়ে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ