মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১১

বাংলাদেশকে বহিষ্কার করা হতে পারে কমনওয়েলথ থেকে


খবরটোয়েন্টিফোর.কম:বাংলাদেশকে কমনওয়েলথ থেকে বহিষ্কার করা হতে পারে বলে ব্রিটিনের একটি জনপ্রিয় দৈনিকে খবর প্রকাশ করা হয়েছে সোমবার।আর এ কলামে প্রস্তাব করেছেন অস্ট্রেলীয় লেখক নিক স্টেইস, তিনি অস্ট্রেলিয়ার ভোক্তা অধিকারবিষয়ক সংগঠন চয়েস-এর প্রধান।

লেখাটিতে বলা হয়েছে, ‘কমনওয়েলথভুক্ত সরকার প্রধানদের সম্মেলন আমি প্রত্যেক বারই প্রত্যক্ষ করি। বিশ্বের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশই কমনওয়েলথভুক্ত দেশগুলোর। আমি কেবল ব্রিটেনের ঔপনিবেশিক অতীত নিয়েই ভাবি না, সবার জন্য একটি সাধারণ ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে যেসব সুযোগ ও উদ্বেগ রয়েছে সে ব্যাপারেও চিন্তা করি। চিন্তা করি আমি কমনওয়েলথের প্রাসঙ্গিকতা নিয়ে।’

লেখক আরো বলেছেন,‘বাংলাদেশকে আমি ভালোভাবেই জানি। কমনওয়েলথ সম্মেলনের বিষয়বস্তু দেশটির বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথের তিনজন নারী সরকারপ্রধানদের অন্যতম (অস্ট্রেলিয়া ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সরকারপ্রধান দুজন নারী )। তবে হাস্যকরভাবে বাংলাদেশে নারী অধিকার প্রায় সম্পূর্ণ অনুপস্থিত। জাতিসংঘের মতে, বাংলাদেশি নারীদের ৪৭ শতাংশই পারিবারিক সহিংসতার শিকার। আরেকটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, গত বছর দেশটিতে ১৮১ জন নারী এসিড সহিংসতার শিকার রয়েছে।’কমনওয়েলথভুক্ত বিভিন্ন রাষ্ট্রের মতো বাংলাদেশও কয়েকটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি। এর মধ্যে মহামারি আকারে দুর্নীতির কথা বলতে হয়। ঐতিহাসিকভাবে দেশটির সরকার অস্থিতিশীল। ২০০৯ সালে শেখ হাসিনার দল ক্ষমতায় আসার পর দুর্নীতির মুলোৎপাটন করার ঘোষণা দেওয়া হয়। তবে দায়িত্ব নেওয়ার পর প্রায় তিনবছর অতিক্রম করলেও দেশটি দুর্নীতিতে শীর্ষ স্থান দখল করতে যাচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির সূচক (সিপিআই) ও ব্রাইব পেয়ারস ইনডেক্স (বিপিআই) দুই নিরিখেই।‘গত তিন বছরে শেখ হাসিনা দুর্নীতি দমন কমিশনের (দুদক) ক্ষমতা খর্ব করেছেন। ভ্রাম্যমাণ আদালতের প্রতি সমর্থন জানিয়েছেন, রাস্তার পাশে দাঁড়িয়েই ‘ন্যায়বিচার’ করছেন। আর গ্রামীণ ব্যাংকের সামাজিক ব্যবসা ধ্বংস ও দখল করার চেষ্টা করেছেন। দ্য ইকোনোমিস্ট পত্রিকায় সম্প্রতি খবর বের হয়েছে, বাংলাদেশ সরকারের কেন্দ্রেই দুর্নীতি বাড়ছে। ফলে এটা মোটেও আশ্চর্যের না যে, দুর্নীতির কারণেই বিশ্বব্যাংক পদ্মা সেতুর নির্মাণের জন্য ২৯০ কোটি মাকিন ডলার অর্থ সহায়তা স্থগিত করেছে।’ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ