আমাদের সবার ঘরে প্রতি দিন কিছু সময়ের জনয হলেও হিন্দী চ্যানেল চলে। কিন্তু আমরা সবাই খেয়াল করেছি কিনা জানি না, ভারত এর সব ফিল্ম, বিজ্ঞাপন, সিরিয়াল এ ওদের দেশ, জাতিয় সঙ্গিত এ শ্রদ্ধা জানায়। তা ছাড়াও ওরা ওদের ধর্মকে এতই শ্রদ্ধা করে যে সব ফিল্ম, বিজ্ঞাপন ও সিরিয়ালে ওদের ধর্মের উৎসব, পূজা, গান, মূর্তির কিছু না কিছু ফুটেজ থাকে। কিন্তু আমাদের দেশ বাংলাদেশ। আমরা সবাই মুসলিম। কিন্তু কই, আমাদের দেশের কোনোও টি.ভি. চ্যানেল এ কেন সব ফিল্ম, বিজ্ঞাপন, সিরিয়াল, নাটকে তো আমাদের দেশ, উৎসব, ধর্মের উৎসব নিয়ে ভারত এর মত মাতামাতি হই না কেন? হাতে গনা কয়েকটি উৎসব ও ধর্মের উৎসব ছাড়া বাকীগুলো নিয়ে মাতামাতি হয় না কেন? তা ছাড়াও, হিন্দি বেশির ভাগ ছবিতে ভিলেন থাকে মুসলমান। কেন? এটাকি ইসলামকে হেয় দেখাবার চেষ্টা নয়? কই, আমাদের দেশের কোন মৌলোভী তো কখনও এইসব নিয়ে কথা বলে না। তাহলে কি তারা পক্ষপাতিত্ব করে না? তাহলে কি তারা নিরবে ইসলামকে হেয় দেখাবার চেষ্টাকে সমর্থন দিচ্ছে না?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন