তোমায় নিয়ে বাঁধবো আমি
ছোট একটা বাড়ি,
সামনে রবে দেশী ফুলের
বাগান সারি সারি।
জবা টগর হাস্না-হেনা
বেলি ফুলের ঝাড়,
রাত্রি জেগে বলবো কথা
শেষ হবে না তার।
ঘুমের চোখে বলবে হেসে
এবার ঘরে চলো,
দেহের মাঝে তুফান উঠে
করছে টলোমলো।
স্বপ্ন-বিলাস সুখ রাগিনী
আজকে বহু দূর,
আমার চোখে আছড়ে পড়ে
নোনা সমুদ্দুর।
হাস্না-হেনা গন্ধ ছড়ায়
সারা উঠোন জুড়ে,
একলা আমি তোমা বিহীন
কাঁদি করুণ সুরে।
জোর বাতাসে নৌকা আমার
আটকে গেছে পাড়ে,
ফুলেরা সব গন্ধ ছড়ায়
গহীন অন্ধকারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন