তুমি আমায় একটা শূন্য জগত দিয়ে বলেছিলে, এই জগত স্বপ্ন দিয়ে ভরে দিবি। স্বপ্ন দিয়ে তোর নিজের মতো করে সাজাবি।
আমি স্বপ্ন চাইনা, আমি বাস্তব চাই?
বাস্তব বড় কঠিন রে.........
সেখানে আমাদের চাওয়া পাওয়ার কোন মূল্যই নেই।
যা চাই তার যোগ্য আমি নই। বা কঠিন সমাজ তা মেনে নিবে না।
যা পাই তাই মেনে নিতে হয়। না বলার অধিকার নেই।
স্বপ্নতে কোন নিয়ম কানুন নেই।
নেই কোন মানা বাধা। সব নিজের মতো করে সাজানো যায়।
স্বপ্ন দেখি।
স্বপ্ন তখন শেকড় গজে আমার মাঝে
বেরিয়ে আসতে চাই স্বপ্নের পৃথিবী থেকে
বড় নিঃসঙ্গ মনে হয় স্বপ্নহীন পৃথিবী কে ....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন