এরকম জ্যোৎস্নাঘাতক রাত্রি
প্রণয়ের হাওয়া কেন দুই হাতে ওড়াচ্ছে এখনও!
ভেবে ভেবে, ফিনফিনে অন্ধকারে,
আবারও ওঠাতে হবে পাল
এসব কথা তো আমি স্বপ্নেও ভেবেছি!
এই যে নৌকাটি,
আজও বয়ে নিচ্ছি অতলের দিনে, চিরকাল-
এর নাম সমুদ্রকঙ্কাল
প্রণয়ের হাওয়া কেন দুই হাতে ওড়াচ্ছে এখনও!
ভেবে ভেবে, ফিনফিনে অন্ধকারে,
আবারও ওঠাতে হবে পাল
এসব কথা তো আমি স্বপ্নেও ভেবেছি!
এই যে নৌকাটি,
আজও বয়ে নিচ্ছি অতলের দিনে, চিরকাল-
এর নাম সমুদ্রকঙ্কাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন