হেঁটে হেঁটে ভুলে যাই ঠিকানা কোথায়
রিকসায় চড়ে বসি হাইওয়ে রোডে
সকাল ফুরিয়ে নামে দুপুরের রোদ
দেখি না কোথাও সেই চিরচেনা তোমার অফিস
চিলেকোঠা পিছে ফেলে দারুচিনি দ্বীপ
বকুল বিকেলে আহা কানামাছি দৌড়
ভেসে ওঠে অতীতের উচ্ছল দিন
ভুল পথে ভুল করে মিছে সারাদিন।
রিকসায় চড়ে বসি হাইওয়ে রোডে
সকাল ফুরিয়ে নামে দুপুরের রোদ
দেখি না কোথাও সেই চিরচেনা তোমার অফিস
চিলেকোঠা পিছে ফেলে দারুচিনি দ্বীপ
বকুল বিকেলে আহা কানামাছি দৌড়
ভেসে ওঠে অতীতের উচ্ছল দিন
ভুল পথে ভুল করে মিছে সারাদিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন