রবিবার, ১৩ নভেম্বর, ২০১১

সপ্তাশ্চর্যে সুন্দরবন নাই, আমি আনন্দিত!!!





যারা সুন্দরবন সপ্তাশ্চর্যে নাই বলে হতাশ এবং যারা এস.এম.এস. করে টাকার শোক এখনো ভুলতে পারেন নাই তাদের বলছি ভাই হতাশ হওয়ার কিছু নাই। বাংলাদেশের একটি স্থান হলো সুন্দরবন আর আপনারা সেই একটি স্থানকে সপ্তাশ্চর্যে স্থান দেওয়ার জন্য কত কান্ড-কারখানা করলেন। কিন্তু বাংলাদেশটা আপনাদের চোখেই পড়ল না!!! আরে ভাই সবাই একটু চিন্তা ভাবনা করে দেখেন সুন্দরবন না বরং সমগ্র বাংলাদেশই সপ্তাশ্চর্যে স্থান পাওয়ার যোগ্যতা রাখে। 
***এমন দেশ কোথায় পাবেন যেখানে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বার বার হরণ হচ্ছে সে দেশের জন সাধারনের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা। 

*** যে দেশে দিনে দুপুরে সরকারি দলের মানুষ মরলেও ( অন্যদের কথা বাদই দিলাম) দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে। 

*** যেখানে পুকুর চুরির জায়গায় পুরো একটি সেতু চুরি হয়ে যায়!!!

*** যেখানে রাস্তায় হাঁটু জল হলেও যান চলাচলের যোগ্য বলা হয়।

*** যেখানে দেশের অর্থনীতি রসাতলে গেলেও একজনের মুখে সর্বদা হাসি থাকে। আর বাকি সবাই হয়ে যায় ফটকা!!!

*** যেখানে মানুষ মারার জন্য অবৈধ অস্ত্র নয় ভুয়া ড্রাইভিং লাইসেন্সই যথেষ্ট।

*** যেখানে দেশের মানুষগুলোকে বোকা ভেবে একের পর এক মূলা ঝুলানো হয়। আর মূলা গুলো একটা থেকে আরেকটা বড় হওয়াতে একের পর এক চাপা পড়ে যায়।

*** নাহ!!! আর পারি না... চাইলে আপনারা কিছু বলতে পারেন।

সপ্তাশ্চর্যে সুন্দরবন নাই, আমি আনন্দিত কেন জানেন? যদি সুন্দরবন নির্বাচিত হতো তবে আমাদের সকলের চোখ পড়তো ঐ সুন্দরবনের দিকে। যে সৌন্দর্য্যের কারনে সুন্দরবন সপ্তাশ্চর্যে স্থান করে নিতো আর আমরা সে সৌন্দর্য্যেকে বিলিন করতে উঠে পরে লাগতাম। বড় বড় হোটেল, রেস্টুরেন্ট ইত্যাদি ইত্যাদি করে বনটাকেই ধ্বংশ করে দিতাম। 
এতো বড় ঘূর্ণিঝড় আইলাতে সুন্দরবনের ব্যাপক ক্ষতি হলেই সে আবার নিজের শক্তিতেই প্রাণ ফিরে পেয়েছে। কিন্তু সেখানে যদি মানুষের হাত পড়ে তবে তা হবে আইলার চাইতেও ভয়ঙ্কর। তাই ভালো লাগছে যে, অন্তত সুন্দরবন আমাদের মানুষের হিংস্র থাবা থেকে বেঁচে গেল। আর যারা ভাবছেন কিছু বৈদেশিক হাত ছাড়া হলো তাদের জন্য বলছি ঐ বৈদেশিক মুদ্রা না লাগত জনসাধারনের কাজে না লাগতো সুন্দরবনের কাজে। ঐ টাকা কোথায় যেত তা বলে আপনাদের বিব্রত করতে চাইনা। তবে এটাই শেষ কথা নয়, হয়তো আমরা কষ্ট করে সপ্তাশ্চর্যে সুন্দরবনকে স্থান করে দিলাম কিন্তু দেখা যেত সুন্দরবনের যে অংশটুকু ভারতে পরেছে তা দিয়ে তারা আমাদের চাইতে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করত। 

অতএব যা হয়েছে ভালো হয়েছে, অন্তত আমাদের সুন্দরবনটাতো আমাদের আছ, এটাই শান্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ