মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১১

''অসমাপ্ত চুরুট''


স্নিগ্ধ সকালে ঘুম ভাঙ্গা চোখে,
অথবা ধোঁয়া ওঠা চায়ের কাপে,
চুমুকের বিরতিতে,
মন হারিয়ে যায় কোন সুদূরে।

কখনও বাস স্টপেজে অপেক্ষায়
ক্লাসের ফাকে বন্ধুদের আড্ডায়,
নীল আকাশে মেঘের ভেলায়- রেখে চোখ
বৃষ্টি দিনে শ্রাবণ ঢলে – ভিজিয়ে মন।

লালচে গোধূলির বিকেল বেলায়
সন্ধ্যায় পাখির নিড়ে ফেরায়,
শুকতারার নিলচে আলোয়
চোখ রেখে যবে খেয়ালিপনায়।

চন্দ্রাহত বিষাদ মেখে
চাদের বুড়ির চরকা দেখে,
অপেক্ষায়, প্রতীক্ষায়
অনুভবের প্রতিটি নিশ্চুপ সময়ে।

পথ হারিয়ে প্রয়োজনে
আবার, চলতি পথের কোলাহলে,
নির্জনেতে ভাবুক মনে
নিজের সাথে লড়ে যাওয়ায়,
জয় পরাজয় হিসেব খাতায়
জীবন সারের প্রতিটি পাতায়।

খোলা চিঠির উত্তরেতে
নাম ছাড়া কোন কবিতাতে,
হারিয়ে যখন মনের কথা
ফুরিয়েছে খাতার পাতা।

শহরতলীর মাঝরাতে
এলো পায়ে ঘুম চোখে,
রৌদ্রদিনে ফুটপাথে
ঘাম শরীরে রোদ মেখে।

শহরের ব্যাস্ত কোন রাস্তায়
ট্রাফিক সিগ্নালের সবুজ বাতির আস্থায়,
গোলাপ হাতে কিশোরী যখন
ছুটেছে বাঁচার নেশায়।

মন খারাপের মুহুর্তে,
আনন্দের উদ্বেলিত চিত্তে,
ক্রন্দনের অস্ফুট হাহাকারে,
বোবা চিৎকারে।

যখনি ভেবেছি তোমায়
টেনেছে আমার উত্তপ্ত ঠোঁট,
আধপোড়া সেই
অসমাপ্ত চুরুট!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ