একই পথে হেটেছি
নতুন ফুলের সুবাসে
অনন্তকালের আকাশে
উড়েছি
স্বপ দেখেছিলাম
আত্নার আত্না হয়ে,
আধারেরঁ যত ব্যথা ভুলেছিলাম
সকাল আসবে বলে
এলোমেলো বিকেলে
গোধূলীর আগমন
স্পর্শ করেছিল
ছাতিমের তলে
নকুন সুবাসে মোহিত মন
গেয়েছিল গান
বলেছিল
হৃদয়ের কথা
একেঁছিল
নতুন ছবি
মনের মতোন
সহৃদয়ের শতকথা
শুনেছিল প্রকৃতি
শুদ্ধতার মোলায়েম যত শত অনূভুতি
সব
সব 'আজ
এই ধুলোমাখা পথে
গ্যাস,পারফিউম আর বাসের শব্দে
মেটালের সুরে
কপূর্র হয়ে
কাপার্স তুলা হয়ে
ভেসে গেছে
'সব ছিন্ন করে
থমকে গেছে
হারিয়ে গেছে জীবনের বাণী
নতুন ফুলের সুবাসে
অনন্তকালের আকাশে
উড়েছি
স্বপ দেখেছিলাম
আত্নার আত্না হয়ে,
আধারেরঁ যত ব্যথা ভুলেছিলাম
সকাল আসবে বলে
এলোমেলো বিকেলে
গোধূলীর আগমন
স্পর্শ করেছিল
ছাতিমের তলে
নকুন সুবাসে মোহিত মন
গেয়েছিল গান
বলেছিল
হৃদয়ের কথা
একেঁছিল
নতুন ছবি
মনের মতোন
সহৃদয়ের শতকথা
শুনেছিল প্রকৃতি
শুদ্ধতার মোলায়েম যত শত অনূভুতি
সব
সব 'আজ
এই ধুলোমাখা পথে
গ্যাস,পারফিউম আর বাসের শব্দে
মেটালের সুরে
কপূর্র হয়ে
কাপার্স তুলা হয়ে
ভেসে গেছে
'সব ছিন্ন করে
থমকে গেছে
হারিয়ে গেছে জীবনের বাণী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন