আগুন এখনো অনেক জায়গায় অল্প অল্প জ্বলছে। বিভিন্ন বাসা থেকে পানি , বালি ফেলে ফায়ার ব্রিগেড কে সাহায্য করা হচ্ছে।
মোহাম্মদপুরের বটতলায় দেড় ঘন্টা আগে বস্তিতে আগুন লাগে । গুজব ছড়িয়ে পড়ে , গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের সূচনা। প্রথম দিকে আগুন সীমিত থাকলে ও বাতাসের গতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। সমস্ত বাসার মানুষেরা ছাদ থেকে পানি, বালু, জুতা ছুড়ে মারতে থাকে। কিন্তু মেঘ হীন আকাশ , আর বাতাসের বেগের সাথে মানুষের যুদ্ধ চলতে থাকে। ফায়ার সার্ভিস মোহাম্মদপুর এর কিছু ইউনিট খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দক্ষতার সাথে আগুন এর প্রতাপ কমিয়ে ফেলে। এখনো আগুন পুরাপুরি নিভে নাই। তবে আশা করা যায়, ক্ষতি পরিমাণ আর বাড়বে না। যতদূর জানা যায় কিছু শিশু নিখোঁজ।
মোহাম্মদপুরের বটতলায় দেড় ঘন্টা আগে বস্তিতে আগুন লাগে । গুজব ছড়িয়ে পড়ে , গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের সূচনা। প্রথম দিকে আগুন সীমিত থাকলে ও বাতাসের গতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। সমস্ত বাসার মানুষেরা ছাদ থেকে পানি, বালু, জুতা ছুড়ে মারতে থাকে। কিন্তু মেঘ হীন আকাশ , আর বাতাসের বেগের সাথে মানুষের যুদ্ধ চলতে থাকে। ফায়ার সার্ভিস মোহাম্মদপুর এর কিছু ইউনিট খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দক্ষতার সাথে আগুন এর প্রতাপ কমিয়ে ফেলে। এখনো আগুন পুরাপুরি নিভে নাই। তবে আশা করা যায়, ক্ষতি পরিমাণ আর বাড়বে না। যতদূর জানা যায় কিছু শিশু নিখোঁজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন