মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১১

শাবির সূশীলদের মুখে চপেটাঘাত করলেন মাদ্রাসা ছাত্র জামিল

শাবিতে মাদ্রাসা ছাত্রদের বেশ কটি বিভাগে ভর্তি বন্ধের সিদ্ধান্ত গণআন্দোলনের মুখে বাতিল করা হয়। অথচ সদ্য অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ক অনুষদে ১ম ও ২য় হয়েছে মাদ্রাসার ছাত্ররা। এদের যদি পরীক্ষায় অংশগ্রহণের সুজোগ না দেয়া হত, এদের হয়ত ক্ষতি হতো, কিন্তু শাবি তথা বাংলাদেশ হারাতো কিছু মেধাবী মুখ।

শাবি ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় মাদ্রাসা শিক্ষার্থীরা ১ম ও ২য়
কর্তৃপক্ষের বৈষম্যমুলক সিদ্ধান্তের সমুচিত জবাব দিলো মাদ্রাসা শিক্ষার্থীরা
amadrasa.png - 143.90 Kb
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ সেশনে ভর্তি পরীক্ষা মেধা তালিকা ১ম স্থান অধিকার করে পাঠানটুলা জামেয়ার শিক্ষার্থী জামিল আহমদ।
গতকাল প্রকাশিত ভর্তি পরীক্ষায় রিজাল্টে তার এ কতৃত্বপূর্ণ সাফল্য প্রকাশ পায়। এদিকে এ বছর শাবিতে মাদ্রাসা শিক্ষার্থীদের ভর্তি বিষয়ে কর্তৃপক্ষের বৈষম্যমূলক সিদ্ধান্ত ও ভর্তিচ্ছু শিক্ষার্থী ও সুশীল সমাজের আন্দোলনের প্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষার্থী ইস্যু পুরো দেশব্যাপী আলোচিত হয়। সর্বশেষ শিক্ষার্থীদের দাবী না মানা হলে ভর্তি পরীক্ষার দিন সিলেটে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণায় পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে এবং সিলেট সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও সুশীল সমাজের প্রতিনিধি কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, মাওলানা আব্দুল হাই জিহাদী, অধ্যক্ষ ইউসুফ জুলকারনাইন জায়গীরদার, চেয়ারম্যান শহিদ আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দের মধ্যস্থতায় শাবি ভিসি শিক্ষার্থীদের দাবী মেনে নেওয়ার ঘোষণা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঠিক এই আন্দোলনের এক সপ্তাহের মধ্যে ভর্তি পরীক্ষা ও ফলাফল ঘোষণা হয়। ফলাফলে দেখা যায় যাদের বঞ্চিত করে শাবি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল সেই মাদ্রাসা শিক্ষার্থী জামিল আহমদ ষড়যন্ত্র কারীদের সমুচিত জবাব দিয়ে ১ম স্থান অধিকার করে। এ জন্যে আন্দোলনকারী ভর্তিচ্ছু মাদ্রাসা শিক্ষার্থী ও সুশীল সমাজের মধ্যে এক আলোড়ন সৃষ্টি হয়েছে। সবার মুখে একই কথা কোন ধরনের বৈষম্য করে মেধাকে অন্তত দমন করা যায় না। মাদ্রাসা শিক্ষার্থী জামিলকে এ সময় ভর্তিচ্ছু শিক্ষাথীদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়। এর পাশাপাশি ঐ আন্দোলনে সমর্থনকারী সিলেটের সুশীল সমাজের প্রতিনিধিরাও তাকে অভিনন্দন জানান।
এ ব্যাপারে সিলেট নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির আহবায়ক কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ইউসুফ জুলকারনাইন জায়গীরদার, চেয়াম্যান শহীদ আহমদ, মাওলানা কুতুবুল আলম, সদস্য সচিব মাওলানা আব্দুল হাই জিহাদী এক যুক্ত বিবৃতিতে শাবিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সকল মাদ্রাসা শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তারা মাদ্রাসা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরো ভালো অবস্থান তৈরী করে সকল বৈষম্যের জবাব কথায় নয় কাজের মাধ্যমে দেওয়ার আহবান জানান। তারা বলেন, শিক্ষার্থীদের এ ফলাফল প্রমাণ করে যে কোন বৈষম্য মূলক সিদ্ধান্ত অন্তত মেধাকে দমিয়ে রাখতে পারে না।
উল্লেখ্য, মেধা তালিকায় ২য় স্থান অধিকারীও মাদ্রাসা শিক্ষার্থী।
শাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  ২০১১-১২ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ১ম সেমিস্টার ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ভর্তি কমিটির সদস্য  সচিব ড. মুস-াবুর রহমান জানান, গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় এ ফল প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষার ফল জানতে যে কোন মোবাইল অপারেটর থেকে SUST RESULT ADMISSION ROLL  লিখে  ১৬১৬-তে এসএমএস করে জানা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট qemvBU www.sust.edu তে জানা যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ