মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১১

যেই সব চুচিল সমাজ বলে, মাদ্রাসা শিক্ষার উন্নতি দরকার!!!! (মনবতাবাদীদের জন্য)

যেই সব চুচিল সমাজ বলে, মাদ্রাসা শিক্ষার উন্নতি দরকার তাদের জন্য এই পোস্ট। হয়ত অনেক মুসলমান ভাই ও বলবেন মাদ্রাসা শিক্ষায় উন্নতি দরকার। আমিও তাদের সাথে একমত তবে এখানে একটা কিন্তু আছে!!!


কারা উন্নতি করার প্রস্তাব দিচ্ছে?
তারা মাদ্রাসা শিক্ষা সম্পর্কে কতটুকু জানে?
তারা কি মুসলমান নাকি মুসলমান নামের নাস্তিক?

সবাই বলে মাদ্রাসা শিক্ষার উন্নতি দরকার (!)। তারা কি একবার ও ভাবে দেখে না জেনারেল শিক্ষার কি অবস্থা। জেনারেল শিক্ষা যে দিন দিন অকর্মন্য বেকার তৈরি করতেছে তা কি তারা দেখেনা। আগে জেনারেল শিক্ষার উন্নতি হোক। একটা বিএ বা বিবিএ পাশ ছাত্র ভাল করে ইংরেজী পারেনা। তারা আবার করব মাদ্রাসার শিক্ষার উন্নতি।মাদ্রাসা থেকে আর কিছু না হলেও মানুষ হয়। আর জেনারেল শিক্ষার কথা বললে গ্রামের ভাষায় বলতে হয় "না আল্লা, না জাল্লা"

এরা খুবই শিক্ষা সচেতন, কিন্তু এদের শিক্ষায় শিক্ষিত হয়ে মেয়েরা হচ্ছে উলঙ্গ আর পুরুষ হচ্ছে পশুর মত। তাহলে এরা কিভাবে মাদ্রাসার শিক্ষার উন্নতি চায়? কয়টা মাদ্রাসার ছেলে ইভটিজিং করে?
যদি এরা মাদ্রাসা শিক্ষার উন্নতি চায় তাহলে আগে নিজেদের উন্নতি করুক।আর মাদ্রাসার শিক্ষার উন্নতি এই সব ছাগলরা নয়, আমরা মুসলমানরাই করব ইনশাল্লাহ্‌ তা'আলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ