বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১১

আমার কিছু কথা ছিল

আমার কিছু কথা ছিল

ছন্নছাড়া আঁধার আর বৃষ্টির কাছে পরাজিত একফালি মেঘ
অনন্ত রক্তিম পথে আগুন্তুকের খন্ডিত মস্তক ।
পাশবেয়ে একটা লাল পিঁপড়ের সারি বহুদুর
ঠিক যেন সূর্য্যপথের দিকে অন্তিম যাত্রা ।
সূর্য্য আলিঙ্গনে ভাব রক্তবর্ণ 
আর গলে পড়া লাশের দুর্গন্ধ সর্বত্র ছড়িয়ে বাতাসের পান্ডিত্ব 
নিরীহ চিত্তে প্রকৃতির আত্বসমর্পন । 
একঝাক কালো ভ্রমরের আত্বদহন আর
ফোঁস করে ছোবল মারা কেউটে সাপ, আমাদের মাছি হয়ে উড়ে বেড়ানো ।
আমার কিছু কথা ছিল, পৃথিবীর বিপরীতে নয়
সোজা এক কক্ষপথে ।
আমি ক্ষমা চেয়ে নিই প্রকৃতির কাছে
তবুও তুমিই আমার শেষ ভরসা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ