মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১১

কৌশলগত কারণে লোকমান হত্যার আসামীদের গ্রেফতার করা যাচ্ছে না-আজিপি বলেছেন ।তবে একটি প্রশ্ন কৌশলগত কারণ কি !


কি এক আজব কিসিমের দেশে সোনার বাংলাদেশ।সেখানে হরেক রকমের বাহারী ঘটনা ঘটছে। সে সব ঘটনার বাহারী এবং চমকপ্রদ ব্যাখ্যাও পাওয়া যায় সংশ্লিষ্টদের পক্ষ থেকে । সেখানে মানবাধিকার, জনগণের বাক স্বাধীনতা, গণতন্ত্র, জন নিরাপত্তা এসব কথা তো বড় সুন্দরভাবে বলা হয়। কিন্তু হায়রে মানুষ - এসবের কিছুই তাদের পাওয়ার অধিকার কি আছে ! দেশের পুলিশের ওপর সবাই আশা করে তারা মানুষের জান মালের নিরাপত্তা দেবে। কিন্তু সেই পুলিশের প্রধান চাঞ্চল্যকর লোকমান হত্যার আসামী যারা আদালতে জামিনের চেষ্টা করেন- প্রকাশ্যে দিনের বেলায় । তাদেরকে পুলিশ দেখিনি। তারা বুক উচিয়ে চলে যাওয়ার পর পুলিশ হাইকোট প্রাঙ্গনে চিরুনি অভিযান চালিয়েছে। আর পুলিশ প্রধান বল্লেন কৌশলগত কারণ ! অথচ বিরোধী মত ও দলের কেউ কিছু করলে বা নরসিংদীর ঘটনার সাথে সাথে খোকনকে গ্রেফতার করা হলো। সরকারী দলের কেউ হলে কেবলই কৌশলগত কারণ থাকে । ছি : ছি: আসলে বাংলাদেশের জনগণ আমরা একটা বোদাই -তাই নয় কি 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ