শনিবার, ১৯ নভেম্বর, ২০১১

সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে আজ শনিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে একজন বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর নাম শরিফুল ইসলাম (২৩)। তিনি শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের বাসিন্দা।



স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর পাঁচটার দিকে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশের সময় বিএসএফের গুলিতে শরিফুল আহত হন। তাঁকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



নিহতের বড় ভাই সোহরাব জানান, শরিফুলকে শিবগঞ্জ হাসপাতাল আনার পথে রাস্তায় মারা গেলে দুলভপুর ইউনিয়ননের কালুপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে রাখা হয়েছে।



বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক শহীদুল ইসলাম বলেন, উপজেলার মনাকষা ইউনিয়ন পরিষদের শিংনগর সীমান্তে ভোর ৪টার দিকে ভারত থেকে ১৪/১৫ জনের বাংলাদেশের ১৬৮/১ নং সীমান্ত পিলারের কাছ দিয়ে গরু আনার সময় ভারতের ১২৩ নং শুভপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি চালায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ