বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১১

অনু

১।



ঝরছে তুষার, 
গাছগুলো যেন রুপালী ভাষ্কর্য, 
চাঁদ কিংবা সুর্যের অনুপস্থিতিতে আলো ছড়াচ্ছে ।

২।

 


ক্রিয়াগুলোকে চুম্বন করে, 
বিশেষ্যগুলো দিয়েছি আদরমাখা ভালবাসা, 
বিশেষনগুলোকে স্পর্ষ করে পরম মমতায়, 
পৃথিবীকে গড়েছি কবিতার খাতায়, 
চোখের সুর্যে আলোকিত করেছি মনগগন ।

৩।



তুমি অবগুন্ঠন মোচন করো আলোর, 
তুমি অদ্ভুত আঁধারের মনমর্মর; 
তুমি ছলনায় ক্ষরন করো জল, 
তুমি গম্বুজে ধারন করো অচ্ছোদপটল; 
তুমি ডেইজির হৃদয়ের হলুদ অনুরাগ, 
তুমি নৈশব্দের আয়না; 
চোখ, 
তুমি সর্ষেফুলের অবিশ্বাসী আলোর যোগসূত্র, 
তুমি বিনাশী নীলের আধার, 
কবির স্বতোদহন ক্ষেত্র ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ