মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১

বসুন্ধরার চেয়ারম্যান শাহ আলমের বিরুদ্ধে প্রতারণার মামলা

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম, তাঁর ছেলে শাহাদাৎ সোবহানসহ পাঁচজনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পরিচালক সেলিম আহমেদ বাদী হয়ে এ নালিশি মামলা করেন।
মহানগর হাকিম হাসিবুল হক বাদীর জবানবন্দি নিয়ে বাড্ডা থানার পুলিশকে ঘটনা তদন্ত করে আগামী ২ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
মামলার অন্য তিন আসামি হলেন: ইস্টওয়েস্ট ডেভেলপমেন্ট প্রপার্টির ভাইস চেয়ারম্যান মাহবুব মোরশেদ হাসান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তৌহিদুল ইসলাম ও এজিএম (এস্টেট) এম এ হাসান।
মামলার আরজিতে অভিযোগ করা হয়, বাদী সেলিম আহমেদ ২০০৭ সালে বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে বারিধারা প্রকল্পে পাঁচ কাঠার তিনটি প্লট কিনতে চুক্তিবদ্ধ হন। ৭৫ লাখ টাকা বুকিং মানি দিয়ে তিনি প্লট বরাদ্দসংক্রান্ত দলিল গ্রহণ করেন। এরপর আসামিরা বলেন, তিন কোটি টাকা ও রেজিস্ট্রেশন বাবদ খরচ না দিলে দলিল করে দেবেন না। ২০০৭ সালের ২৫ আগস্ট থেকে ২০০৮ সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন তারিখে বাদী আসামি প্রতিষ্ঠানে তিন কোটি ৯৫ লাখ ৩৪ হাজার ৪২৯ টাকা দেন। বাদী ২০০৭ সালের ৪ নভেম্বর তিন কোটি টাকা এবং দলিল সম্পাদন খরচ বাবদ ১৯ লাখ ৪২ হাজার ৫০০ টাকা পরিশোধ করেন। কিন্তু প্রতিটি দলিলে বিক্রয়মূল্য ২০ লাখ টাকা দেখানো হয়েছে। এতে তিনটি দলিলে মোট তিন কোটি ১৫ লাখ টাকা কম দেখিয়ে তা নিজেরা আত্মসাৎ করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ