রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

বিশ্বের সবচেয়ে উন্নত রোবট....



বিশ্বের সবচেয়ে উন্নত রোবটের নাম এখন ‘অ্যাচি’। এই রোবটটি তৈরি করেছেন ইউনিভার্সিটি অফ জুরিখ-এর গবেষকরা। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘অ্যাচি’ নামটি হচ্ছে ‘অ্যাচিরোবট’ এর সংক্ষিপ্ত রূপ। এই রোবটটিতেই প্রথমবারের মতো মাংসপেশি, টেন্ডন এবং হাড়ের সমন্বয় ঘটিয়েছেন গবেষকরা। অ্যাচি রোবটের দেহে ব্যবহৃত এসব অঙ্গ তৈরিতে ব্যবহার করা হয়েছে উন্নত প্রযুক্তির প্লাস্টিক।

গবেষকরা জানিয়েছেন, অ্যাচি রোবটটিতে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন মস্তিষ্ক জুড়ে দেয়া হয়েছে যার মাধ্যমে এটি নিজেই সিদ্ধান্ত নেয়া ও ভালো-মন্দের পার্থক্য করতে পারবে। এই মস্তিষ্কটি চলে কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থায়, আর বৈদ্যুতিক মোটরের সাহায্যে রোবটটি চলাফেরা করতে পারে।

এদিকে ইউনিভার্সিটি অফ জুরিখ-এর গবেষক রলফ পেফার জানিয়েছেন, মানুষের দেহের মতো কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে অ্যাচি রোবটটি কাজ করতে পারে। আর মানুষের মতোই বুদ্ধিমত্তা এবং একই রকম কাজ করতে পারার ক্ষমতা থাকায় এর ফলে পরবর্তীতে মানুষের কৃত্রিম অঙ্গ তৈরিতে ধারণা পাওয়া যাবে। পাশাপাশি প্রয়োজনে মানুষের কাজে তো লাগবেই আধুনিক এই রোবট।

সংগ্রহেঃ ছবি-Chhobi

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ