শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১১

ইরানি নৌবাহিনীর ১০ দিনের 'বেলায়াত ৯০' মহড়া শুরু


ইরানি নৌবাহিনীর ১০ দিনের বিশাল সামরিক মহড়া আজ (শনিবার) শুরু হয়েছে। এবারের মহড়ার নাম দেয়া হয়েছে 'বেলায়াত ৯০'। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে ভারত মহাসাগরের অংশ বিশেষ এবং এডেন উপসাগরে এ মহড়া চলবে। এতে ইরানের নৌবাহিনীর সর্বাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরীক্ষা করা হবে। ধারণা করা হচ্ছে- এ মহড়ার মধ্যদিয়ে ইরানি নৌবাহিনীর সক্ষমতা সম্পর্কে অনেক দেশ একটা বার্তা পাবে। মহড়া চলাকালে তারেক ও গাদির সাবমেরিনসহ নানা ধরনের সাবমেরিন, ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং টর্পোডো মোতায়েন করা হবে।
এদিকে, ইরানের নৌ মহড়ার কারণে হরমুজ প্রণালী একদিন বন্ধ থাকতে পারে বলে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে যে খবর বের হয়েছে তা নাকচ করে দিয়েছেন ইরানি নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যেরি। তিনি গতকাল এক সংবাদ সম্মেলনে বলেছেন, যদিও ইরানের সামরিক বাহিনী হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ার ক্ষমতা রাখে তবে এ বিষয়ে অবশ্যই সর্বোচ্চ নেতার কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে।
গত কয়েক বছরে ইরান সামরিক খাতে বড় ধরনের উন্নয়ন করেছে। দেশটি এখন গুরুত্বপূর্ণ সামরিক অস্ত্র ও সরঞ্জাম তৈরির দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে, ইরান সবসময় বলে আসছে তার সামরিক শক্তি নিতান্তই জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং প্রতিবেশি দেশগুলোর জন্য তা কোনো হুমকি নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ