অনিয়ম করে এক ইঞ্জিনিয়ারিং উপদেষ্টাকে ৪,৫৯,২০০/- টাকা ভাতা প্রদানের
প্রমাণ পেয়েছে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়।
সরকার মালিকানাধীন এসেনসিয়াল ড্রাগস কোম্পানী লিঃ এর ২০০৬-০৭ অর্থ বছরের বিশেষ নিরীক্ষাাকালে পরিচালনা পষゥদের অনুমোদন বィতীত সাবেক ইトিনিয়ারিং এィাডভাইজারকে স、ァানী ভাতা পヨদান করায় পヨতিনের カতি ৪,৫৯,২০০/- টাকা টাকা ক্ষতি হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ-১৩২ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতির নিকট পেশকৃত প্রতিবেদনে আরো অনেক অনিয়মের নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেছে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়।
২০০৬-০৭ সালের নিরীক্ষাকালে ইঞ্জিনিয়ারিং এ্যাডভাইজার নিয়োগ সংμান্ত নথি, লেজার, বিল ভাউচার পর্যালোচনায় দেখা যায় পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই সাবেক ইঞ্জিনিয়ারিং এ্যাডভাইজার জনাব মোঃ আজিজুর রহমানকে সম্মানী ভাতা প্রদান করা হয়।
নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, পরিচলনা পর্ষদের অনুমোদন ছাড়াই এপ্রিল/০৭ পর্যন্ত কর্ম¯’লে বহাল থেকে সম্মানী গ্রহণ করায় ৪,৫৯,২০০/- টাকা ক্ষতি হয়েছে।
এ টাকা আদায় করার সুপারিশ করা হয় নিরীক্ষায়।
তবে, এ টাকার ভাগ কারা পেয়েছে? কারা এ অনিয়মের সাথে জড়িত? তা কি জানা যাবে না?
সরকার মালিকানাধীন এসেনসিয়াল ড্রাগস কোম্পানী লিঃ এর ২০০৬-০৭ অর্থ বছরের বিশেষ নিরীক্ষাাকালে পরিচালনা পষゥদের অনুমোদন বィতীত সাবেক ইトিনিয়ারিং এィাডভাইজারকে স、ァানী ভাতা পヨদান করায় পヨতিনের カতি ৪,৫৯,২০০/- টাকা টাকা ক্ষতি হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ-১৩২ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতির নিকট পেশকৃত প্রতিবেদনে আরো অনেক অনিয়মের নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেছে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়।
২০০৬-০৭ সালের নিরীক্ষাকালে ইঞ্জিনিয়ারিং এ্যাডভাইজার নিয়োগ সংμান্ত নথি, লেজার, বিল ভাউচার পর্যালোচনায় দেখা যায় পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই সাবেক ইঞ্জিনিয়ারিং এ্যাডভাইজার জনাব মোঃ আজিজুর রহমানকে সম্মানী ভাতা প্রদান করা হয়।
নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, পরিচলনা পর্ষদের অনুমোদন ছাড়াই এপ্রিল/০৭ পর্যন্ত কর্ম¯’লে বহাল থেকে সম্মানী গ্রহণ করায় ৪,৫৯,২০০/- টাকা ক্ষতি হয়েছে।
এ টাকা আদায় করার সুপারিশ করা হয় নিরীক্ষায়।
তবে, এ টাকার ভাগ কারা পেয়েছে? কারা এ অনিয়মের সাথে জড়িত? তা কি জানা যাবে না?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন