শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১১

আওয়ামীলীগ সরকারের কিছু বিতর্কিত কর্মকান্ড

১. বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যা ও সীমান্ত অরক্ষিত করা।
২. ভারতের সঙ্গে অধীনতামূলকফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট সই।
৩. গোপন চুক্তির মাধ্যমে অথবা কোনো চুক্তি ব্যতীত ভারতকে নিলজ্জভাবে করিডোর প্রদান।
৪. টিপাইমুখ বাঁধ নির্মাণেরবিরোধিতার পরিবর্তে ভারতেরপক্ষে সাফাই।
... ৫. দেশের জনগণকে তিস্তা পানি চুক্তির আশা দিয়ে ভারতের ইচ্ছার কাছে আত্মসমর্পণ।
৬. ভারতকে বাংলাদেশের জমি একতরফা প্রদান।
৭. বিচারবিভাগসহ প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নগ্নদলীয়করণ।
৮. শেয়ারবাজার থেকে সাধারণ বিনিয়োগকারীর লাখো-কোটি টাকা লুট।
৯. পঞ্চম সংশোধনী বাতিল।
১০. সংবিধান থেকে আল্লাহ্র প্রতি আস্থা ও বিশ্বাস উঠিয়ে দেয়া।
১১. কথিত ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নামে সারা দেশে ইসলাম বিরোধী আবহ তৈরি।
১২. ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের জোর করে বাঙালি বানিয়ে পিতার মতো পুনরায় পার্বত্য অঞ্চলকে অশান্ত করা।
১৩. তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল।
১৪. বিরোধী মতাবলম্বীদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রের ভয়াবহ নির্যাতন।
১৫. মানবাধিকারের চরম লঙ্ঘন।
১৬. সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরন। শীর্ষ নিউজ/আমার দেশ পত্রিকার সম্পাদককে গ্রেফতার
১৭. সরকারে সর্বগ্রাসী দুর্নীতির ভয়াবহ বিস্তার।
১৮. ড. ইউনূসসহ সমাজের অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গকে অপমান ও নিগ্রহ।
১৯. জাতীয় সংসদকে অকার্যকর, একদলীয় করে তোলা।
২০. বিরোধী দলীয় চিফ হুইপকে প্রকাশ্য রাজপথে অর্ধউলঙ্গকরে লাঠিপেটা এবং পুলিশের গাড়ি থেকে লাথি মেরে ফেলে প্রাণনাশের চেষ্টা করা।
২১. নাটোরের বাবু, নরসিংদীর লোকমান, ঢাকার চৌধুরী আলমেরমতো জনপ্রতিনিধিদের সরকারিপেটোয়া বাহিনী কর্তৃক প্রকাশ্যে হত্যা অথবা গুম-খুন।
২২. দ্রব্যমূল্যের অসহনীয় বৃদ্ধি।মূল্যস্ফ ীতি ডাবল ডিজিটে আনা।
২৩. আইন-শৃঙ্খলার ভয়াবহ অবনতি।
২৪. দেশের সার্বিক অর্থনীতিতে ধস সৃষ্টি।ক্রমাগতভ াবে বৈদেশিক মুদ্রার রির্জাভ কমা।
২৫. দেউলিয়া পররাষ্ট্র নীতির মাধ্যমে বাংলাদেশকে মুসলিম বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা।
২৬. অপরিকল্পিত ভাবে উচ্চ মূল্যের তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মানেরমাধ্যমে সাশ্রয়ী সরকারী বিদ্যুৎ কেন্দ্রসমূহ অকার্যকর করা।
২৭. দলীয় বিচেনায় বিভিন্ন মামলায় ফাসির আসামিদের ক্ষমা মওকুফ করা
২৮. পদ্মা সেতুতে দূর্নীতিরমাধ্যমে বিশ্বব্যাংকসহ অন্যান্য দাতা সংস্থার সাথে বিরুপ সম্পর্ক তৈরী করা
২৯. জনশক্তি রপ্তানীতে ধস নামানো।
৩০. পররাষ্ট্র মন্ত্রির বিদেশ সফরে বিশ্ব রের্কড...



প্রাপ্তি শুন্য

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ