ম্যাডাম খালেদা জিয়া বিরুধী দলে থাকার পর ও বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের কমিটি গঠন প্রক্রিয়া কেন করছেন না । গ্রুপি ং এর ভয়ে যদি এখন কমিটি না হয়ে থাকে তাহলে সরকারে আসলে আগামি ৫ বছরে ও কমিটি গঠন করতে পারবেন না । তাই যে কমিটি গুলো এখন ও হয় নাই সেগুলো খুব তাড়াতাড়ি করা উচিৎ ।
বিএনপির নির্বাহি কমিটির মিটি ং সমুহ ঃ- বেগম জিয়া আপনি তো বিভিন্ন গুরুত্ব পুর্ন সিদ্বান্ত স্তায়ী কমিটি র বৈঠক করে নেন সেটা তো ভালই । যদি মাঝে মধ্যে এভাবে আর ও কিছু আনুষ্ঠানিক মিটি ং করতেন, ধারাবাহিক ভাবে, তা হলে দল ও দলের বিভিন্ন সারির নেতা আরও চাঙ্গা থাকতো । যেমন ১) প্রতি ২/৩ মাস অন্তর অন্তর উপদেষ্টা কমিটি নিয়ে বৈঠক হবে এখানে শুধু উপদেষ্টা মন্ডলীর সদস্যরা থাকবেন ।
২) ঠিক ঐ ভাবে ২/৩ মাস পর পর সহ-সভাপতি দের নিয়ে ১ ঘন্টার বৈঠক হবে । দলের কেন্দ্রীয় কমিটির সকল সদস্যরা এখানে উপস্তিত থাকবে ।
৩)যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় সাংগঠনিক সকল সদস্য নিয়ে আলাদা বৈঠক
করতে হবে ।
৪) এবং ছাত্রদল যুবদল ও সেচ্ছা সেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃ বৃন্দ দের নিয়ে বৈঠক ।
এই সব বৈঠক যদি বেগম জিয়া ধারাবাহিক ভাবে করতে পারেন তাহলে কসম করে বলি এই বিএনপি খুব শক্তিশালি হতে বেশি সময় লাগবেনা । এবং দলের প্রত্যেকটা নেতা কর্মী সক্রীয় হবে । দল চাঙ্গা হবে ।আত্নবিশ্বাস পাবে দলের হাই কমান্ডের নেতারা ।
কারন এখন আপনি সব সময় যাদের আসে পাশে পাচ্ছেন তাদের বেশি র ভাগ চামচা চাঠুকার দালাল ।
বিএনপির নির্বাহি কমিটির মিটি ং সমুহ ঃ- বেগম জিয়া আপনি তো বিভিন্ন গুরুত্ব পুর্ন সিদ্বান্ত স্তায়ী কমিটি র বৈঠক করে নেন সেটা তো ভালই । যদি মাঝে মধ্যে এভাবে আর ও কিছু আনুষ্ঠানিক মিটি ং করতেন, ধারাবাহিক ভাবে, তা হলে দল ও দলের বিভিন্ন সারির নেতা আরও চাঙ্গা থাকতো । যেমন ১) প্রতি ২/৩ মাস অন্তর অন্তর উপদেষ্টা কমিটি নিয়ে বৈঠক হবে এখানে শুধু উপদেষ্টা মন্ডলীর সদস্যরা থাকবেন ।
২) ঠিক ঐ ভাবে ২/৩ মাস পর পর সহ-সভাপতি দের নিয়ে ১ ঘন্টার বৈঠক হবে । দলের কেন্দ্রীয় কমিটির সকল সদস্যরা এখানে উপস্তিত থাকবে ।
৩)যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় সাংগঠনিক সকল সদস্য নিয়ে আলাদা বৈঠক
করতে হবে ।
৪) এবং ছাত্রদল যুবদল ও সেচ্ছা সেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃ বৃন্দ দের নিয়ে বৈঠক ।
এই সব বৈঠক যদি বেগম জিয়া ধারাবাহিক ভাবে করতে পারেন তাহলে কসম করে বলি এই বিএনপি খুব শক্তিশালি হতে বেশি সময় লাগবেনা । এবং দলের প্রত্যেকটা নেতা কর্মী সক্রীয় হবে । দল চাঙ্গা হবে ।আত্নবিশ্বাস পাবে দলের হাই কমান্ডের নেতারা ।
কারন এখন আপনি সব সময় যাদের আসে পাশে পাচ্ছেন তাদের বেশি র ভাগ চামচা চাঠুকার দালাল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন