মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১১

আমি আর আমার পৃথিবী

নিজের কাছে ফিরবো বলে 
বসে ছিলাম জল আগুনের গাছের ডালে
মনমাতানো ফুল সুবাসের চুম্বনে আর চুম্বনে।

যেসব দিন চলেই গেছে ,
তারই বাতাস সুত্র ধরে
বসেই আছি ,একাও আজি, 
আমার শৈশবেরি সবুজ বনে।

(মাতৃদুগ্ধ ভুলেই গেছি)

সবুজ বনে জ্বলছে আগুন
পোড়া মানুষেরা ছুটছে দারুন,
ভবিষ্যতের প্রাংগনে।

ছুটছি আমি, ছুটছি সবাই
কোন দিকে যাব তার ঠিক নাই,যেমন
দিশা হারানো হরিণ ছোটে বাঘের সাথে,মানুষখেকো বাঘের সাথে,
তেমনি আমি ছুটে বেড়াই।

ছুটে বেড়াই ছোট্ট আমি
এই জগতে,
যমুনা যেমন একাই বার হয় খোলোস ছেড়ে , একাই নাচে,
পালিয়ে বেড়ায় , একাই ঘোরে , আর
নিজের কাছে, সবার কাছে,

তেমনি আমি, আমার একলা মনন জেগে থাকে
তোমার কাছেও, এবং
সবার কাছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ