রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

পুরুষটির মৃত্যু হলে

পুরুষ খেকশিয়াল সারাজীবন এক সঙ্গীনির প্রতি বিশ্বস্ত থাকে। সঙ্গীনির মৃত্যু হলেও সে বাকী জীবন অন্য শৃগালিনি গমন থেকে বিরত থাকে। স্ত্রী শৃগালও এক পুরুষেই বিশ্বস্ত থাকে, তবে কোন কারনে সেই পুরুষটির মৃত্যু হলে আতি দ্রুত অন্য একটি পুরুষ বেছে নেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ