মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১১

অনিচ্ছুক পাতার দিনকাল


শীতে আমি কাঁপি না,
কুয়াশা আমার আপন ছোটভাই।
বাতাস কাঁপাতে পারে না তোমাকে;
তবুও সব ধুলো তোমার উপরই এসে পড়ে।
ঈশ্বর নিজেই এক খেলোয়াড়-
এবং এসব রোদহীনতার গল্পে সর্বোপরি তিনিই প্রটাগনিস্ট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ