মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১

তিতাস এর কান্না



ছবিটি আখাউড়া ,ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর উপরে দুটি ব্রিজ এর লান্ডস্কোপ । ২০০৮ সালে তোলা ছবিটি দেখলে যে কারো সেই নদীর পাড়ে ঘুরতে যাওয়ার বাসনা আসতে পাড়ে । নদীর মাঝে ছোট চর একটা গাছ ।

আগের ছবিতে যে গাছ আর চর দেখেছিলেন তার ছবি তিতাসের ব্রিজ থেকে তোলা ।২০০৯ তোলা ছবিতে চরের মাঝে কিছু বসতি দৃষ্টিগোচর হয়



হাজার বছরের নিষ্পেষিত বাঙ্গালী এক জেলের কর্মস্থল। পেছনে সেই ছোট চরের বৃহৎ বৃক্ষ। মল্লবর্মণের কোনো এক চরিত্র ,আর না বলা কথা ।



২০০৮ সালে তোলা সড়ক ব্রিজ এর ক্লোজ শট । দূরে পিলারের নিচে সেই ছোট চর আর তার বৃহৎ বৃক্ষ দেখা যায় । নদী থেকে তোলা । তিতাসের নৌকা ভ্রমন আসাধারন ছিল মনে হয় ।কি বলেন ।



ইংরেজদের ফেলে যাওয়া রেইলয়ে ব্রিজ।আজো চলছে ।তিতাসের উপর রাস্তা বানানোর দুঃসাহস ওদের হয় নি। কেন তখন কি এই মুলুকে বাঘ ভাল্লুকের রাজত্ব ছিল নাকি ?




তিতাস ব্রিজ এর নিচ থেকে তোলা । তলতলে ঠাণ্ডা পানি । তিতাসের পানি । উজানের বাধে পানির হাহাকারের তিতাস ।



এখন ২০১০ এর তিতাস । ইটেরর সুরকি ফেলে বানানো হয়েছে রাস্তা। দূরে বাঙ্গালীর বিভীষিকা। যদি ছবির ভাষা মরডান আর্টের ভাষায় বলি 
"" উপরে অত্যাচারি লাল ইংরেজ , নিচে আটকে গেছে বাঙ্গালী সবুজ বাঙ্গালী আর ভারতের লাল বিভীষিকার সাথে যুদ্ধ, তবে ডুবন্ত বিভীষিকা বলে বাঙ্গালি ক্ষেপলে লাল তুই ডুবতে কতক্ষন ''





২০১১ সেই তিতাসের উপর আজ জল জ্যান্ত রাস্তা । ভারতকে ট্রানজিট দিতে আমাদের জাতির পিতা র কন্যা হাসিনা তিতাসে রাস্তা বানিয়েছেন ।সেই তিতাস কে গলা টিপে হত্যা করেছেন যার জন্য তার পিতা কোনো আপোষ করেন নি কারো সাথে ।


ছবি গুলো দেখলে কান্না আসতে পারে । কারন কেদেছি আমি , কাদতে দেখেছি বন্ধুকে । কিভাবে একটা নদিকে মেরে ফেলা হলো । আর মানুষগুলো কিছু করল না । একজন বাংলাদেশী কখনই মেনে নেবে না এই অত্যাচার।সেদিন সীমান্তে হত্যা করা হয়েছে ছোট বোন ফেলেনিকে ,আর ২ বৎসর ধরে তিলে তিলে হত্যা করা হলো তিতাস কে । কেউ দেখার নেই ?

এবার জাগো বাঙ্গালী ,৭১ সেদিনের মত বয়ান্নেরর মত। তোমার নদী আর দেশ আজ তোমায় চায় ।


চলুন সেই বায়ান্নর ২১ ফেব্রুয়ারির মত আসছে ২১ ফেব্রুয়ারি তে জানিয়ে দেই ওপাশের দোসর দের , বাঙ্গালী রক্ত দেবে তবে নদী দেবে না ,দেবে না আত্মমর্যাদা ।

চলুন যাই তিতাসের পাড়ে , কোদাল দিয়ে কেটে দেই অত্যাচারির বাধা বাঁধ । জানিয়ে দেই বিশ্বকে ,'' বাঙ্গালী গরীব হইবার পাড়ে তয় আত্মমর্যাদা হীন না ''

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ