মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১১

ঢাকায় ভারতীয় সিনেমা : প্রতিবাদে কর্মসূচিতে আদালতের ‘না’

 

শেষ পর্যন্ত আদালতের জোরেই বাংলাদেশের সিনেমা হলে আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে ভারতীয় সিনেমা ‘জোর’। ভারতীয় সিনেমা প্রতিরোধে আন্দোলনের প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত আদালতের নির্দেশনার কারণে তা প্রত্যাহার করেছেন বাংলাদেশের সিনেমা শিল্পী, নির্মাতা ও কর্মীরা।
স্বাধীনতার পর ৩৮ বছর বাদে প্রথমবারের মত বাংলাদেশের সিনেমা হলে দেখানো হবে ভারতীয় সিনেমা।
শিল্পী সোহেল রানা বলেছেন, এর মধ্য দিয়ে বাংলাদেশের সিনেমা হলে ভারতীয় সিনেমার বাজার তৈরি করা হচ্ছে। যেটি মানা যায় না। তিনি জানান, এর বিরুদ্ধে আন্দোলন করার জন্য বাংলাদেশ চলচ্চিত্র একতা পরিষদ গঠন করা হলেও আদালতের নির্দেশনার কারণে তারা কোনো আন্দোলনে যাচ্ছেন না। তারা এখন বিষয়টি দর্শকের ওপর ছেড়ে দিয়েছেন, আশা করছেন মহান বিজয়ের মাসে দর্শক ভারতীয় সিনেমা প্রত্যাখ্যান করবেন।
জানা গেছে, কলকাতার স্বপন সাহা পরিচালিত এবং টালিগঞ্জের নায়ক জিৎ, বর্ষা ও দিপঙ্কর দে অভিনীত ‘জোর’ সিনেমাটি আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে। ওই দিন থেকে চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক, পরিচালক ও শিল্পী সমিতির সমন্বয়ে গঠিত চলচ্চিত্র ঐক্য পরিষদ আন্দোলনের ডাক দেয়। ভারতীয় ছবি মুক্তির দিন থেকে তারা এফডিসিতে সব ধরনের শ্যুটিং-ডাবিং বন্ধ করে দেয়ার ঘোষণা দেন। পাশাপাশি যেসব সিনেমা হলে ‘জোর’ সিনেমাটি দেখানো হবে সেসব হলে পরবর্তী সময়ে বাংলাদেশের কোনো সিনেমা সরবরাহ না করার ঘোষণা দেয়া হয়।
ঢালিউডের নির্মাতা শিল্পী ও কলাকুশলীদের এ আন্দোলনের বিরুদ্ধে চলচ্চিত্র প্রদর্শকরা হাইকোর্টে রিট আবেদন করেন। ‘জোর‘ ছবির আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স ইনউইন এন্টারপ্রাইজ ও মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদের পক্ষে হাইকোর্টে এই আবেদন পেশ করেন অ্যাডভোকেট এম আমিন উদ্দিন। এ রিটের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার হাইকোর্ট ভারতীয় ছবি প্রদর্শনের বিরুদ্ধে কোনো ধরনের বাধা-বিঘœ সৃষ্টি বা আন্দোলন না করতে চলচ্চিত্র-সংশ্লিষ্ট সংগঠনগুলোকে নির্দেশ দেয়।
আদালত তথ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, আইজিপি, পুলিশ কমিশনার এবং বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালকের উদ্দেশ্যে এ বিষয়ে নোটিশ জারি করে।
নোটিশে উল্লেখ করা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়মনীতি মেনেই আমদানিকারকেরা ভারতীয় সিনেমা হলে দেখানোর উদ্যোগ নিয়েছেন। এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ আইনসম্মত নয়। আমদানিকারকরা সিনেমা দেখানোর বিষয়ে প্রদর্শক ও সিনেমা হলগুলোর প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান নিশ্চিত করারও নির্দেশ দেয় আদালত। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ