শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১১

নম্রতা

নম্রতা তোর দুঃখ ছোঁব
এমন সাহস কবে আমার ছিলো
তবুও তো বুকের ভেতর উথাল-পাতাল সুর
তোর বিহনে গহীনপুরে থত্থরে কাঁপছিলো।


নম্রতা তোর কষ্ট আমি ছোঁব
কি করে বল এমন সাহস করি
আমিই তো এক মৌন-পাথর কষ্ট-সহা
প্রতিদিনই সুখের বাহন ধরি।


নম্রতা তোর ভালোবাসা ছোঁব
এমন বড় সাহস আমার হবে
নিজেই আমি লজ্জাবতী লতা
কুঁকড়ে থাকি হীনমন্যতায় ভবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ