রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

যুক্তরাষ্ট্রের প্রায় ২০ শতাংশ নারী যৌন হয়রানির শিকার


দ্য বেঙ্গলি টাইমস ডটকম
যুক্তরাষ্ট্রের প্রায় ২০ শতাংশ নারী যৌন নিপীড়ন বা যৌন হয়রানির শিকার। আর স্বামী বা স্বজনদের হাতে শারীরিক নির্যাতনের শিকার আরো বেশি (২৫ শতাংশ) নারী।
বুধবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। এতে বলা হয়, প্রতি চারজন নারীর একজন একাধিকবার নিকটজনের ধর্ষণের শিকার হয়। এতে আরো দেখা যায় এসব নারী প্রায় ৮০ শতাংশই ২৫ বছর বয়সের আগেই ধর্ষিত হয়। এছাড়া, অর্ধেকেরও বেশি নারী বর্তমান বা সাবেক সঙ্গীর ধর্ষণের শিকার হয়। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের ১৮ হাজার নারী ও পুরুষের ওপর চালানো গবেষণায় ‘ন্যাশনাল ইন্টিমেট পার্টনার অ্যান্ড সেক্সুয়াল ভায়োলেন্স সার্ভের তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করেছে সিডিসি।
প্রতিবেদনে আরো দেখা যায়, প্রতি ৮ জনে একজন নারী পরিবারের সদস্যদের হাতেই যৌন নিপীড়নের শিকার হয়েছে। আলাস্কা, ওরেগন এবং নেভাদা অঙ্গরাজ্যেই ধর্ষণের ঘটা ঘটেছে বেশি।
অপরদিকে, প্রতি ৭ জনে একজন পুরুষ শারীরিক নির্যাতনের শিকার হয়েছে এবং ৭১ জনে ১ জন পুরুষ ধর্ষিত হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ