মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১

ঘুরে যান আমার মাইক্রোফটো ব্লগ জগত থেকে। ভাল লাগবে নিশ্চিত


ব্যস্ততার ফাঁকে ছবি তুলতে পছন্দ করি।আমার প্যাশন বলা চলে।এসেলার বা ডিএসেলার নাই।ডিজিক্যাম দিয়ে তোলা কিছু ছবি আমার অনেক পছন্দের।আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি।

শিশির জমে আছে মাকড়শার জালে।ঠিক মুক্তোর মত।তাই না?


একটি জবা।গোধুলির ঠিক আগে তোলা।


একটি ফুটন্ত গোলাপ।


দেখুন তো।পাতার রঙ এর সাথে কিরকম মিলে গেছে অসাধারন সুন্দর প্রজাপতিটির রঙ।


রোদের আলোয় রঙ্গন।


একটি শিশির বিন্দু।বটগাছের একটি শীর্ষে।


প্রজাপতিটি মধু খাচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ