আবার জন্মালে তোমাকে ভালোবাসার কথা বলবো-
পৈতিক দ্বীপে বালিকার হাতে তুলে দিবো আমাদের সংসার
পৃথিবীর সব স্বপ্ন চাষের জমিতে- ফসলের রেণু নিয়ে
রঙিল প্রজাপতি উড়ে
হাত থেকে দানা খেয়ে যায় বসন্ত পাখি-
পাখিরা রংধনু হয়- রংধনু পাখি।
তুমি ছুয়ে দিলে ভূমি- গর্ভবতী- বীজ বুনে যায় বনদেবী-
জল দিয়ে যায় আচল হয়ে নদী
আমি হবো তোমার
ছায়ার জীবন অস্বীকার করে
তোমাকেও জন্মাতে হবে একবার।
পৈতিক দ্বীপে বালিকার হাতে তুলে দিবো আমাদের সংসার
পৃথিবীর সব স্বপ্ন চাষের জমিতে- ফসলের রেণু নিয়ে
রঙিল প্রজাপতি উড়ে
হাত থেকে দানা খেয়ে যায় বসন্ত পাখি-
পাখিরা রংধনু হয়- রংধনু পাখি।
তুমি ছুয়ে দিলে ভূমি- গর্ভবতী- বীজ বুনে যায় বনদেবী-
জল দিয়ে যায় আচল হয়ে নদী
আমি হবো তোমার
ছায়ার জীবন অস্বীকার করে
তোমাকেও জন্মাতে হবে একবার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন