|
রেডিও তেহরানের বরাত দিয়ে বার্তা সংস্থা আবনার রিপোর্ট : যুক্তরাষ্ট্রভিত্তিক নিরাপত্তা সংস্থা স্ট্রার্টফর আবারো সাইবার হামলার শিকার হয়েছে। ফেসবুকে দেয়া বিবৃতিতে এ কথা স্বীকার করেছে স্ট্রাটফর।
ঐ বিবৃতিতে বলা হয়েছে, প্রথম দফা সাইবার হামলার শিকার হওয়ার পরও যে সব ক্রেতা স্ট্রাটফরের প্রতি তাদের আস্থার কথা ঘোষণা করেছিলেন, তাদের কেউ কেউ দ্বিতীয় দফা সাইবার হামলার শিকার হয়েছেন। এদিকে বারবার সাইবার হামলার ঘটনা বেশ বিব্রতকর এবং লজ্জাকর হয়ে দাঁড়িয়েছে বলে নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন।
ইতোপূর্বে অ্যানোনিমাস' নামের একটি হ্যাকার গোষ্ঠী মার্কিন এ নিরাপত্তা কোম্পানিতে সাইবার হামলা চালানোর ঘোষণা দিয়েছিল। অ্যানোনিমাস বলেছিল, তারা চুরি করা হাজার হাজার ক্রেডিট কার্ডের নম্বর দিয়ে ১০ লাখেরও বেশি ডলার তুলে, বিভিন্ন দাতব্য সংস্থাকে দান করে দিয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক নিরাপত্তা সংস্থা স্ট্রাটফরের গোপন তথ্যভাণ্ডার থেকে এ সব ক্রেডিট কার্ডের নম্বর চুরি করা হয়েছে। যাদের ক্রেডিট কার্ডের তথ্য এ ভাবে অর্থ সংগ্রহের জন্য যোগাড় করা হয়েছে তাদের মধ্যে আইন প্রয়োগকারী বাহিনীর কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সদস্য এবং সাংবাদিকরাও রয়েছেন।#
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন