শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১১

মুঠোফোনের লোভে বিক্রি হয়ে গেলো বিবেকঃ ধিক্কার জানাতেও লজ্জা পাই , ছিহ ছিহ

আমরা খামোখাই রাজনীতি বিদদের দোষ দিই। পচন এ জাতির অনেক গভীরে গিয়ে ঢুকেছে। মাঝি গুলজার মিয়া তারই জ্বলন্ত দৃষ্টান্ত /:)/:) টাকার লোভে সে হয়তো এভাবে তার মা বোন বা মেয়েকেও তুলে দিতে পারে বখাটে দের হাতে। ছিঃ ছিঃ !! আপনার কি একবারও মনে হলো না যদি আপনার মেয়ে বা বোনকে এভাবে কেউ তুলে দেয় হায়েনার হাতে। করুণা করতে কষ্ট হয় আপনাকে মাঝি গুলজার মিয়া। 




কয়টা লাগে এই মানব জীবনে?? কয় টাকা?? একটা মোবাইল ফোনের দাম কত?? দুই হাজার বা তিন হাজার??? বিবেকের দাম এত কম??


প্রথম আলোতে যা লিখেছেঃ 
একটি নতুন মুঠোফোনের লোভে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী ইঞ্জিনচালিত নৌকাটি নির্দিষ্ট স্থানে বন্ধ করে দেন মাঝি গুলজার মিয়া। যাতে স্থানীয় বখাটেরা নৌকায় থাকা বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রীকে তুলে নিয়ে যেতে পারে।


আর বোনদের রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছে পলিমার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র দীপঙ্কর ঘোষ (অনীক) ও খায়রুল কবীর। তারা প্রমাণ করেছে , নিজের জীবনের মূল্য বোন বা বন্ধুর সম্মানের চেয়ে বেশি নয়। আর তাই তাদের বিদেহী আত্নার সদগতি কামনা করাই এ লেখার মূল সুর। 




পরিশিষ্টঃ এই বখাটে আর মাঝি গুলজার হারামজাদার জন্য সৌদি স্টাইলে শাস্তি চাই। এ ব্যাপারে আমি তালগাছবাদী। কোন ভিন্নমত সহ্য করা হবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ