মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১

খেলার নামে নবীর সুন্নত দাড়ী ও টুপিকে অপমান করল একুশে টিভি, অর্থাৎ তাদের কাছে দাড়ী, টুপি ও পঞ্জাবী পরা লোক মানেই রাজাকার?


 

24/12/2011 সন্ধ্যা 6:30 মিনিটে একুশে টিভি একটি অনুষ্টান প্রচার করে, অনুষ্টানটিতে এবার খেলার নামে নবীর সুন্নত দাড়ী ও টুপিকে অপমান করল একুশে টিভি, অর্থাৎ তাদের কাছে দাড়ী, টুপি ও পঞ্জাবী পরা লোক মানেই রাজাকার? মুসলিম প্রধান দেশ বাংলাদেশ, সুতরাং মুসলমানের ইজ্জত নিয়ে খেলার অধিকার কে দিয়েছে একুশে টিভিকে? যারা আসল রাজাকার তাদের শাস্তি হতে পারে জেল, জরিমানা এমন কি মৃত্যু দন্ডও, কিন্তু একজন (মুসলিমদের প্রতীক) স্বরুপ মুসলিমের দাড়ী কখনো জোর করে কামিয়ে দিতে পারেনা, টুপি, পাঞ্জাবিকে অপমান করতে পারে না। 
ভাবতেই অবাক লাগে, বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে এ কোন ষড়যন্ত্র?

১৬ ই ডিসেম্বর বিজয় দিবসের দিন কুচকাওয়াজ অনুষ্টানে দেখেছি জাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধাদের প্রায় সবার মুখেই দারী ছিল। দাড়ী, টুপি ও পঞ্জাবী পরা লোক মানেই যদি রাজাকার হয় তাহলেতো এই মুক্তিযোদ্ধাদেরও অপমান করা হয়। 

আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান। যুদ্ধাপরাধী রাজাকারদের বিচার আমরা সবসময়ই চাই এবং এটা আমাদের দাবী। কিন্তু একুশে টিভি রাজাকারদের বিরুদ্ধে প্রচার করতে গিয়ে আমাদের প্রিয় নবী (স...) এর পবিত্র সুন্নতকে যেভাবে অপমান করল এতে একজন মুসলিম হয়ে আমি অত্যান্ত ব্যাথিত। একুশে টিভির কোন অধিকার নাই মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়ার। এই ঘৃণিত কাজ করে একুশে টিভি বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলিমকে অপমানিত করল। এতে কার উদ্দেশ্য বাস্তবায়ন করছেন আমি জানি না। এটা কোন মিডিয়ার ভাল কাজ হতে পারে না। একুশে টিভি এই কাজ করার জন্য জাতির কাছে ক্ষমা চাইবে এটাই আমার প্রত্যাশা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ