১. হে মানবজাতী, ইবাদত করো তোমাদের রবের যিনি তোমাদের এবং তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদের সবার স্রষ্টা, আর এই পথেই তোমরা মুক্তি লাভের আশা করতে পারো৷ সুরা বাক্কারা আয়াত-২১
২. তোমরা ধৈর্য ও নামাযের মাধ্যমে আমার নিকট সাহায্য প্রার্থনা করো, নিঃসন্দেহে নামায বড়ই কঠিন কাজ, কিন্তু তাদের জন্য কঠিন নয় যারা মনে করে একদিন তাদেরকে তাদের রবের নিকট ফিরে যেতে হবে৷ সুরা বাক্কারা আয়াত-৪৫
৩. আর ভয় করো সেই দিনকে যেদিন কেউ কারো সামান্যতম উপকারে আসবেনা, কারো পক্ষ থেকে কোন সুপারিশ গৃহিত হবেনা এবং বিনিময় নিেেয়ও সেদিন কাউকে ছেড়ে দেওয়া হবেনা৷ বাক্কারা আয়াত ৪৮
৪. হে ইমানদারগন, তোমাদের কাছে যে জ্ঞান এসেছে তা লাভ করার পর যদি তোমরা অবিশ্বাসীদের কামনা ও বাসনার অনুসারি হও তাহলে নিঃসন্দেহে তোমরা জালেমদের অনর্্তভুক্ত হবে৷ বাক্কারা ৪৫
৫. দুনিয়ার এই জীবন কতিপয় ধোকা ও প্রতারনার সামগ্রী ব্যতিত আর কিছুই নয়, (অতএব) তোমরা তোমাদের প্রভুর পক্ষ থেকে সেই (প্রতিশ্রুত) ক্ষমা ও চিরন্তন জান্নাত পাওয়ার জন্য একে অপরের সঙ্গে (নেক কাজের মাধ্যমে) প্রতিযোগিতা করো৷ সুরা হাদিদ আয়াত ২২
৬. হে ইমানদার গন, তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি যেন কখনো তোমাদের আল্লাহর স্বরণ থেকে উদাসিন না করে (কেননা) যারা এই কাজটি করবে তারা (আখেরাতে) চরম ক্ষতিগ্রস্থ হবে৷ সুরা মোনাফেকুন আয়াত ১০
৭. হে ইমানদার গন, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার পরিজনকে (ধর্মিয় উপদেশের মাধ্যমে জাহান্নামের সেই কঠিন) আগুন থেকে বাচাও যাহার ইন্ধন হবে মানুষ ও পাথর৷ সুরা তাহরিম আয়াত ৭
৮. হে ইমানদার গন, তোমরা তোমাদের গোনাহের জন্য আল্লাহর নিকট তওবা করো একান্ত খাটি তওবা আশা করা যায় এর ফলে আল্লাহতায়ালা তোমাদের গোনাহ সমুহ ক্ষমা করবেন৷ সুরা তাহরিম ৯
৯. হে ইমানদারগন, সুদ যদি ছেড়ে না দাও তাহলে আল্লাহ এবং রাসুলের পক্ষ থেকে তোমাদের প্রতি যুদ্ধের ঘোষনা রইল৷
১০. মাতা পিতার প্রতি সদ্ধবহার কর, আর মাতা অত্যান্ত কষ্টে তোমাদের গর্ভে ধারন করেন৷
২. তোমরা ধৈর্য ও নামাযের মাধ্যমে আমার নিকট সাহায্য প্রার্থনা করো, নিঃসন্দেহে নামায বড়ই কঠিন কাজ, কিন্তু তাদের জন্য কঠিন নয় যারা মনে করে একদিন তাদেরকে তাদের রবের নিকট ফিরে যেতে হবে৷ সুরা বাক্কারা আয়াত-৪৫
৩. আর ভয় করো সেই দিনকে যেদিন কেউ কারো সামান্যতম উপকারে আসবেনা, কারো পক্ষ থেকে কোন সুপারিশ গৃহিত হবেনা এবং বিনিময় নিেেয়ও সেদিন কাউকে ছেড়ে দেওয়া হবেনা৷ বাক্কারা আয়াত ৪৮
৪. হে ইমানদারগন, তোমাদের কাছে যে জ্ঞান এসেছে তা লাভ করার পর যদি তোমরা অবিশ্বাসীদের কামনা ও বাসনার অনুসারি হও তাহলে নিঃসন্দেহে তোমরা জালেমদের অনর্্তভুক্ত হবে৷ বাক্কারা ৪৫
৫. দুনিয়ার এই জীবন কতিপয় ধোকা ও প্রতারনার সামগ্রী ব্যতিত আর কিছুই নয়, (অতএব) তোমরা তোমাদের প্রভুর পক্ষ থেকে সেই (প্রতিশ্রুত) ক্ষমা ও চিরন্তন জান্নাত পাওয়ার জন্য একে অপরের সঙ্গে (নেক কাজের মাধ্যমে) প্রতিযোগিতা করো৷ সুরা হাদিদ আয়াত ২২
৬. হে ইমানদার গন, তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি যেন কখনো তোমাদের আল্লাহর স্বরণ থেকে উদাসিন না করে (কেননা) যারা এই কাজটি করবে তারা (আখেরাতে) চরম ক্ষতিগ্রস্থ হবে৷ সুরা মোনাফেকুন আয়াত ১০
৭. হে ইমানদার গন, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার পরিজনকে (ধর্মিয় উপদেশের মাধ্যমে জাহান্নামের সেই কঠিন) আগুন থেকে বাচাও যাহার ইন্ধন হবে মানুষ ও পাথর৷ সুরা তাহরিম আয়াত ৭
৮. হে ইমানদার গন, তোমরা তোমাদের গোনাহের জন্য আল্লাহর নিকট তওবা করো একান্ত খাটি তওবা আশা করা যায় এর ফলে আল্লাহতায়ালা তোমাদের গোনাহ সমুহ ক্ষমা করবেন৷ সুরা তাহরিম ৯
৯. হে ইমানদারগন, সুদ যদি ছেড়ে না দাও তাহলে আল্লাহ এবং রাসুলের পক্ষ থেকে তোমাদের প্রতি যুদ্ধের ঘোষনা রইল৷
১০. মাতা পিতার প্রতি সদ্ধবহার কর, আর মাতা অত্যান্ত কষ্টে তোমাদের গর্ভে ধারন করেন৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন