রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

মানুষ নই

একটা সময় মানুষ বলে গণ্য হতাম;
হাসতে পেরে মনের কোণে রং ছড়াতাম,
কাঁদতে গিয়ে ঠোঁটখানি আর গাল ফোলাতাম,
চলতে গিয়ে পথের মাঝে হোঁচট খেতাম,
ঘুমের ভেতর স্বপ্নবাড়ি ঘুরতে যেতাম,
বৃষ্টি এলে কয়েক ফোঁটা বৃষ্টি ছুঁতাম।
আজকে আমি মানুষ নই আর;
দুঃখের ভীড়ে নেই অবসর একটু হাসার,
অভিমানে শুকিয়ে গেছে কান্না আমার,
স্বপ্নদেরও ইচ্ছে এখন মৌন থাকার,
এমন করেই সব কারণের মৃত্যু হল
এই আমাকে মানুষ ভাবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ