যখন ফুরায় সময়,
জীবন গাছের আরেকটি পাতা হয় ক্ষয়।
সে পাতায় আঁকা থাকে কত রেখা
কত ঘটনা তাতে,আরো কত কাব্য লেখা!
সে শুধু ঝরে যায়,আসে না ফিরে আর;
তবুও সাধ জাগে স্বপ্ন দেখার
যত দিন গিয়েছে কেটে,তার।
পাতাটাকে আঁকড়ে ধরে,
জীবনটাকে সাজানো যায়না নতুন করে।
তরুলতা যত জড়িয়ে আছে,
কখনো মুখাপেক্ষী হতে চায় না তার কাছে,
কী আশ্চর্য বোধ জমা এই জীবন গাছে!
জীবন গাছের আরেকটি পাতা হয় ক্ষয়।
সে পাতায় আঁকা থাকে কত রেখা
কত ঘটনা তাতে,আরো কত কাব্য লেখা!
সে শুধু ঝরে যায়,আসে না ফিরে আর;
তবুও সাধ জাগে স্বপ্ন দেখার
যত দিন গিয়েছে কেটে,তার।
পাতাটাকে আঁকড়ে ধরে,
জীবনটাকে সাজানো যায়না নতুন করে।
তরুলতা যত জড়িয়ে আছে,
কখনো মুখাপেক্ষী হতে চায় না তার কাছে,
কী আশ্চর্য বোধ জমা এই জীবন গাছে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন