বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১১

জয় বাংলা বাংলার জয়

জয় বাংলা বাংলার জয়

বজ্র কন্ঠে ধ্বণীত হউক উচ্চ করে শীর
জয় বাংলা বাংলার জয়- বাংলা মোদের নীড়।

যে যায় বলে বলুক চুনোপুটি এক দেশ
বিশ্ব পদোতলে দুখে-দুখে যাহার দুখের নাহি শেষ-
দারিদ্রতা, ঝলকে পলকে কঠোর আঘাত হানি
হাসিয়া হাসিয়া গ্রাসিয়া নেয় সুখের মর্ম বাণী॥

হৃদয় কোণে তাও থাকুক জাগোক বারে বার
বাংলা মায়ের বাঙালি ছেলের বাঙালি অহংকার-
প্রাণে প্রাণে বাজুক- আজ বাজুক এই গান
হউক ক্ষুদ্র হউক দারিদ্র তবু মোরা মহিয়ান॥

বজ্র কন্ঠে ধ্বণীত হউক উচ্চ করে শীর
জয় বাংলা বাংলার জয়- বাংলা মোদের নীড়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ