FUCK=Fornication Under Consent of the King
প্রাচীন ইংল্যান্ডে রাজপরিবারের সদস্য ব্যাতিত অন্যদের সন্তানের উদ্দেশ্যে যৌনতার জন্য রাজার নিকট থেকে লিখিত সনদ নিতে হতো, তাতে রাজা একটি সীলমোহরের ছাপ দিয়ে দিতেন, তাতে লেখা থাকতো- F.U.C.K."Fornication Under Consent of the King" । যেটি এখন স্লাং হিসেবে ব্যবহিত করা হয়।
( দয়া করে কেও আজে বাজে কমেন্ট করবেন্না। বাঙ্গালী মানুষ মজা করার কিছু পাইলেই হল, কে কত বাজে কথা বলতে পারে তার প্রতিযোগিতায় নামে। )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন