~~~অবাক হচ্ছেন ভেবে "মানুষ আবার মানুষকে মাপে কেন??" কারন তো অবশ্যই একটা আছে। তাই নয় কি??
►► যে মহিলাকে মাপা হচ্ছে তিনি সদ্য ১৮ বছরে পা রাখা বিশ্বের সবচেয়ে ছোট মহিলার খেতাব পাওয়া ভারতের নাগপুরের জ্যোতি। ২ফিটের ও কম সাড়ে ২৩ ইঞ্চি লম্বা জ্যোতিকে ১৮ বছর পূর্ণে প্রায় সমান উচ্চতার কেক কাটার দিনই গ্রিনেস বুক অফ ওয়াল্ড রেকর্ডস কতৃপক্ষ তাকে আনুষ্ঠানিক ভাবে এই স্বীকৃতি দেয়।
আগামী বছর বলিউডে দুটি ছবিতে অভিনয় করতে যাওয়া জ্যোতি জানান, "মানুষকে একটু হাসাতে চাই, একটু খুশি রাখতে চাই। এটাই আমার ইচ্ছা"
তবে সমস্যা এখন জ্যোতির বাবা মায়ের। খ্যাতির বিড়ম্বনার দরুন জ্যোতিকে নিয়ে এখন শপিং বা কোথাও ঘুরতে কিংবা খেতে যেতেও উৎসুক মানুষদের খপ্পরে পড়তে হচ্ছে বলে জানান তার বাবা মা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন