মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১

(অবশ্যই প্রাপ্ত বয়স্কদের জন্য)

 আপনি কি বোকা?
* কেউ মিসকল দিলে আপনি সাথে সাথে কলব্যাক করেন।
* মশা কামড়ালে আপনিও মশাকে কামড়াতে চান।
* ছ্যাঁকা গিফট করার পরও আপনি প্রেমিকার পিছু হাঁটেন।
* বিয়েবাড়িতে উপহার দিয়েও আপনি না খেয়ে চলে আসেন।
* ছাতা ভিজে যাওয়ার ভয়ে বৃষ্টিতে আপনি ছাতা মাথায় দেন না।
* জুতার তলা ড়্গয় হবে বলে জুতা আপনি মাথায় করে পথ চলেন।
* থেরাপিতে আপনি অন্যের নামে লেখা পাঠান।

মানিব্যাগে দেখুন

* ব্যাগে ভিজিটিং কার্ড রাখতে পারেন
* টাকাও রাখতে পারেন
* প্রেমিকার চিরকূট রাখতে পারেন
* মোবাইলের সিমকার্ড রাখতে পারেন
* মাঝে মাঝে টাকা শূন্য থাকতে পারে
* এই সব মিলিয়ে আপনি যদি
মানিব্যাগের মালিক হন তবে আপনি ভাগ্যবান। আর দয়া করে মানিব্যাগটা আছে কি না দেখুন তো

কে কিপ্টুস?

প্রথম বন্ধুঃ দোস্ত তোর বিয়ের দিন- তারিখ ঠিক হয়ে গেছে। অথচ তুই আমাকে দাওয়াত দিসনি কেন?
দ্বিতীয় বন্ধুঃ বন্ধুরে মনে কষ্ট নিয়ে লাভ নেই। দাওয়াত দেবো কিভাবে, আমার আব্বায় মানুষকে যেভাবে
দাওয়াত দিতেছে তাতে মনে হয় আমাকেও নেবে কি না সন্দেহ আছে।

গরম থেকে বাঁচার টিপস
* রাস্তায় বের হওয়ার আগে ভেজা জামাকাপড় পরিধান করুন।
* ডেটিং থেকে একশ’ এক হাত দূরে থাকুন।
* ঘামে শরীর ভিজে গেলে রোদে শুকিয়ে নিন।
* দৈনিক আট-দশ বার গোসল করুন

বয়স্ক হওয়ার সুবিধা
* বয়স্কদের কারো জন্য খরচ করতে হয় না সবাই তাদের জন্য খরচ করে।
* বয়স্করা সম্মানিত, সমাজের সব সালিশ নালিশ তাদের কাছে আসে
* ছেলে হোক মেয়ে হোক বয়স্ক দেখলে সবাই সিটে বসতে দেয়।
* বয়স্করা বেশি বেশি সালাম পায়।
* তাদের নিজেদের জামাকাপড় ধুতে হয় না।
* ঘন ঘন শেভ হওয়ার ঝামেলা তাদের একদম নেই।


কি বুঝলেন?? ইতিহাসের অংশ হতে চান?? তাহলে কমেন্ট করুন!! কিংবা আড্ডাও দিতে পারেন !! এই পোস্ট সবার জন্য উন্মুক্ত!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ