শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১১

গত রাতে সীম ক্ষেতে জবাই করে ফেলে যাওয়া একটি লাশ। -দুর্বল হার্ট দূরে


গতকাল ২৩ ডিসেম্বর দিবাগত রাতে নর্সিংদী জেলার বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের রাস্তার পাশে সীম ক্ষেতে কে বা কাহারা অজ্ঞত নামাএই ব্যাক্তিকে জবাই করে ফেলে রেখে যায়। লোকটির পরনে ছিল চামড়ার জুতা, লুঙ্গী, সার্ট ও ব্লেজার। বয়স আনুমানিক ৪৫, সকাল নয়টায় খবর পেয়ে বেলাব থানা লাশটি থানায় নিয়ে আসে।


ছবি তুললেও আমি লাশটির দিকে তাকাতে পারি নি।মানুষ কিভাবে এত হিংস্র হয় ? ভাবলাম সাহসীদের ছবিটি দেখা উচিত। বর্ননা করা উচিত কি রকম হিংস্র ছিল ঘটনাটি ? মানুষ কত খারাপ হলে একটা সমাজে এরকম হত্যাকান্ড করা সম্ভব ?

1 টি মন্তব্য:

পৃষ্ঠাসমূহ